পুলিশের চাকরি ছেড়েই লোকসভা ভোটে তৃ়নমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রসুন ব্যানার্জী। চাকরিত্যাগী প্রাক্তন পুলিশকর্তাকে মালদা উত্তর কেন্দ্রে প্রার্থী করা হয়। রবিবার তাঁর নাম ঘোষণার পরেই বিতর্ক শুরু। সেই বিতর্কে এবার ঝাঁপালেন আইনজীবী ও CPIM সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রাক্তন পুলিশকর্তা প্রসূন ব্যানার্জি জনগনের পয়সায় মমতার হয়ে কাজ করেছেন বলেই দাবি করেছেন দুঁদে আইনজীবী।
বিকাশরঞ্জন ভট্টাচার্য লিখেছেন, প্রসূন ব্যানার্জী, আইপিএস, পদত্যাগ করেই তৃণমূলের প্রার্থী| তাহলে বুঝতেই পারছেন ঐ পুলিশ কর্তা তৃণমূলের সমস্ত অপকম্মের লালনপালন করেছেন| সাধারণ মানুষের হাতের কাছে সরকার হল পুলিশ প্রশাসন| প্রসুন বাবু এতদিন জনগনের পয়সায় মমতার হয়ে কাজ করেছেন| জনগন সজাগ হয়ে এইসব ভেকধারীদের বর্জন করুন|
মালদায় CID স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন প্রসূন ব্যানার্জি। তিনি দু বার দক্ষিণ দিনাজপুর জেলায় পুলিশ সুপার পদের দায়িত্ব সামলেছেন। তিনি অবসরের আগেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করতেই ভোট প্রার্থী হবার জল্পনা বেড়েছিল। রবিবার সেই জল্পনা বাস্তবে পরিণত হয়।
প্রার্থী হবার পরেই প্রসূন ব্যানার্জি সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমি তৃণমূলের সৈনিক হিসাবে কাজ করে যাব। ডিসিপ্লিনটা বড় কথা। যে নির্দেশ দেওয়া হবে সেটা পালন করব। রাজনৈতিক প্লাটফর্মে আরও বেশি করে মানুষের পাশে থাকা যায়। সেই কাজটাই করব।