ছয় কেন্দ্রের উপনির্বাচনেও যেন ‘নয়ছয়’ না হয়! ঘর গোছাতে ব্যস্ত ঘাসফুল

সামনেই একুশের দামামা কিন্তু এর মাঝেও ঘাসফুলের লক্ষ্য উপনির্বাচনের ছয় আসন। আগামী রবিবার তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতির মধ্যেও ঘাসফুলের পাখির চোখ ছয় কেন্দ্রের উপনির্বাচনের দিকে।…

tmc

সামনেই একুশের দামামা কিন্তু এর মাঝেও ঘাসফুলের লক্ষ্য উপনির্বাচনের ছয় আসন। আগামী রবিবার তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতির মধ্যেও ঘাসফুলের পাখির চোখ ছয় কেন্দ্রের উপনির্বাচনের দিকে। ২০২১ সালের ভোটের নিরিখে কিন্তু বিজেপির পাল্লা ভারী থাকলেও ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে ঘাসফুল। তবুও ঘাসফুলের সূত্রে খবর, তাঁরা কোনও পরীক্ষানিরীক্ষা করতে ইচ্ছুক নয়। হয়ত এই সপ্তাহেই উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে।

বেলুড় মঠ থেকে দীক্ষা নিতে চান? রইল বেলুড় মঠে দীক্ষা নেওয়ার সম্পূর্ণ পদ্ধতি

   

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তাতে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ আসনে জয়ী হয়েছে তৃণমূল। এর আগে বরানগর, ভগোবানগোলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন হয়েছিল। তাতেও দু’টি আসনে জয় পায় জোড়াফুল। ভোটের ফলাফলে বারবার বিধানসভা ভিত্তিক উপ নির্বাচনে ধরাশায়ী হচ্ছে বিজেপি। সামনেই আরও ছয় বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। মূলত যে বিধায়করা লোকসভা ভোটে দাঁড়িয়ে সাংসদ নির্বাচন হয়েছেন, তাঁদের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রগুলিতে উপ নির্বাচন হবে। সিতাই, মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা, হাড়োয়া ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে।

কলকাতা আসার মৈত্রী এক্সপ্রেস রুখে বিক্ষোভ, কোটা বিরোধী ক্ষোভে বাংলাদেশে অস্থির

দিন কয়েকের মধ্যে এই ছয় কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। ভোটের দিন জানানো হলেই ছয় কেন্দ্রেই জয়ী হতে কোমর বেঁধে ভোটে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। ছয় কেন্দ্রের মধ্যে ৫ তৃণমূলের দখলে ছিল ২০২১ সালের ভোটে। একমাত্র মাদারিহাট কেন্দ্রে বিজেপি জিতেছিল। কিন্তু তৃণমূল বলছে, উত্তরবঙ্গের আগে ধূপগুড়ির উপ নির্বাচনে জোড়াফুল ফুটেছিল। ফলে মাদারিহাট কেন্দ্রেও জয় আসা অসম্ভব নয়।