নিট-ইউজি মামলায় ফের বড় সাফল্য পেল সিবিআই (CBI)। জানা গিয়েছে, পাটনা ও হাজারিবাগ থেকে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় পঙ্কজ কুমার সিং ও রাজু সিংকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে খবর, পেশায় পঙ্কজ একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং হাজারিবাগ থেকে লোহার ট্রাঙ্কে কাগজপত্র সরানোর সময় তিনি কাগজ ফাঁস করতে সক্ষম হন। এই দু’জনকে গ্রেফতারের ফলে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় ফাঁস, ছদ্মবেশ এবং অন্যান্য অনিয়মের মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
আধিকারিকরা জানিয়েছেন, হাজারিবাগে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ট্রাঙ্ক থেকে নিট-ইউজি প্রশ্নপত্র চুরির অভিযোগে জামশেদপুরের ২০১৭ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার ওরফে আদিত্যকে গ্রেফতার করেছে সিবিআই। পুলিশ জানিয়েছে, বোকারোর বাসিন্দা কুমারকে পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে সিবিআই রাজু সিং নামে আরও একজনকে গ্রেফতার করেছে। এই রাজু সিং মূল কিংপিনকে প্রশ্নপত্র চুরি করতে এবং গ্যাংয়ের অন্যান্য সদস্যদের দিতে সহায়তা করেছিল। হাজারিবাগ থেকে গ্রেফতার করা হয় রাজু সিংকে। মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তকারী সংস্থা ছয়টি এফআইআর দায়ের করেছে। বিহারে দায়ের হওয়া এফআইআরগুলি প্রশ্নপত্র ফাঁসের সাথে সম্পর্কিত, গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্রের বাকি এফআইআরগুলি প্রার্থীদের জায়গায় প্রতারণা এবং পরীক্ষা সংক্রান্ত।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং অন্যান্য সম্পর্কিত কোর্সে ভর্তির জন্য এনটিএ দ্বারা নিট-ইউজি পরিচালিত হয়। এ বছর গত ৫ মে দেশের ১৪টি শহরসহ ৫৭১টি শহরের ৪ হাজার ৭৫০টি কেন্দ্রে এই পরীক্ষা চালানো হয়। ২৩ লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল।
CBI arrested Pankaj Kumar Singh and Raju Singh in a NEET-UG paper leak case from Patna and Hazaribagh respectively. Pankaj is a civil engineer and he allegedly managed to leak the paper when papers were shifted from Hazaribagh in iron trunks: CBI Sources
— ANI (@ANI) July 16, 2024