Congress: ভোটের তিনমাস পরে আদালতের নির্দেশে জয়ী কংগ্রেস প্রার্থী

২০২৩ এর পঞ্চায়েত ভোট নিয়ে রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল গোটা বাংলা। একাধিক ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় জমা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মনোনয়ন…

২০২৩ এর পঞ্চায়েত ভোট নিয়ে রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল গোটা বাংলা। একাধিক ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় জমা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে শুরু করে ভোটের ফল প্রকাশ পর্যন্ত একের পর এক অভিযোগ নিয়ে মামলা হয়েছিল।

সেইরূপ একটি মামলার রায়ে নির্বাচনের দীর্ঘ তিন মাস পর জয়ী হিসেবে শংসাপত্র পেতে চলেছেন কংগ্রেস প্রার্থী। ওই প্রার্থী বেশি ভোট পেয়েছিলেন তা সত্ত্বেও জোর করে রাজ্যের শাসক দলের লোক ওই তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করেছিল বলে অভিযোগ। বুধবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দেন, অবিলম্বে ওই প্রার্থীকে জয়ী ঘোষণা করতে হবে।

মামলাকারীর আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী জানিয়েছেন, ফল প্রকাশের পদ্ধতিগত ত্রুটিও তুলে ধরা হয়েছে আদালতে। দীর্ঘ শুনানির পর তিন মাস বাদে অবশেষে রায় ঘোষণা করেছে হাইকোর্ট। বিডিও-কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে ওই কংগ্রেস প্রার্থীর নামে জয়ের শংসাপত্র দেওয়া হয়।

পঞ্চায়েত ভোট পরবর্তী সময়ে পুরুলিয়ার মারুমহসিনা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসন নিয়েই হয়েছিল এই মামলা। কংগ্রেস প্রার্থী তীজেন্দ্র নাথ মাহাতোর অভিযোগ করেছিল যে, তিনি ৬ ভোটে জিতছিলেন। কিন্তু বিডিও ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জোর করে তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলকে জিতিয়ে দেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই মামলা হয়েছিল।