Android 13 ইউজারদের সতর্ক করল সরকার ! অসতর্ক হলেই বিপদ

দিন দিন সাইবার আক্রমণের সংখ্যা যে হারে বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন সরকার থেকে মোবাইল ব্যবহারকারীরা সকলেই।আপনার সামান্য উদাসীনতা বড় বিপদ ডেকে আনতে পারে। যেকোনো মুহূর্তে…

দিন দিন সাইবার আক্রমণের সংখ্যা যে হারে বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন সরকার থেকে মোবাইল ব্যবহারকারীরা সকলেই।আপনার সামান্য উদাসীনতা বড় বিপদ ডেকে আনতে পারে। যেকোনো মুহূর্তে আপনার সমস্ত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতের মুঠোয়। কারণ হ্যাকারদের এখন টার্গেট অ্যান্ড্রয়েড ইউজাররা।

ভারতের সাইবার এজেন্সি কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম ইন ইন্ডিয়া (CERT-In) অ্যান্ড্রয়েড ইউজারদের সতর্ক করেছে । কারণ বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ভার্সানে একধিক সমস্যা খুঁজে পেয়েছে এই সংস্থা। যা যথেষ্ট উদ্বেগের বিষয়। এই তালিকায় রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সান ১১, ১২.৫.১২.এল এবং ১৩ ।

CERT-In- এর সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ভার্সানের এইসব সমস্যা বড়সড় বিপদের হাতছানি দিচ্ছে। কারণ এর মাধ্যমে হ্যাকাররা ইউজারদের ব্যক্তিগত এবং গোপন তথ্য সহজেই পেয়ে যেতে পারে। এমনকি কোনও নির্দিষ্ট ডিভাইসকে টার্গেট করা হলে এবং সেখানে ইউজারের তরফে পরিষেবা নেওয়ার ব্যাপারে অস্বীকার করা হলেও সেই ডিভাইসে হ্যাকারদের হানা হতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে সকল মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাঁদের মূল 4টি বিষয় সর্বদা খেয়াল রাখা উচিত। নিয়মিত অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট করা, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট করা, থার্ড পার্টি সোর্স অ্যাপ ডাউনলোড করার সময় সতর্ক থাকা এবং ডেটা ব্যাকআপ রাখা।

তবে শুধু অ্যান্ড্রয়েড ভার্সানের আপডেট নয়, আপনার ডিভাইসের ম্যানুফ্যাকচারার অর্থাৎ নির্মাণকারী সংস্থা যদি কোনও সিকিউরিটি আপডেট লঞ্চ করে তাহলে সেই দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিভাইস নির্মাণকারী সংস্থার সাহায্য নিয়ে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি সিকিউরিটি ফিচারের লেটেস্ট আপডেট যুক্ত করে তা সুরক্ষিত রাখতে পারেন।