শুভেন্দুর অনুষ্ঠানে কম্বল নিতে এসে পদপৃষ্ট হয়ে মৃত তিন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুষ্ঠানে কম্বল প্রদান অনুষ্ঠানে বিরাট বিপত্তি৷ হুড়োহুড়িতে মৃত্যু হল তিন জনের৷ আহত ৫ জন। পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় এসেছিলেন…

Three dead in Asansol following stampede in blanket distribution program attended by BJP MLA Suvendu Adhikari

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুষ্ঠানে কম্বল প্রদান অনুষ্ঠানে বিরাট বিপত্তি৷ হুড়োহুড়িতে মৃত্যু হল তিন জনের৷ আহত ৫ জন।

পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারির উদ্যোগে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ শুভেন্দু অধিকারী অনুষ্ঠান স্থল ছাড়ার পরেই হুড়োহুড়ি পড়ে যায়। সেখানেই ৩ জনের মৃত্যু হয়৷

ঘটনা নিয়ে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীরকুমার নীলকান্তম বলেন, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। চার জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁর বক্তব্য, ওই অনুষ্ঠান করার জন্য কোনও লিখিত অনুমোদন চাওয়া হয়নি। মৌখিক ভাবে পুলিশকে জানানো হয়েছিল। প্রচণ্ড ভিড়ের কারণেই এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, প্রচণ্ড ভিড়ের কারণেই এই বিপদ ঘটেছিল। গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে পিছপা হয়নি তৃণমূল৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে শাসক শিবির৷