West Bengal: যোগ্যদের বঞ্চনা করে ‘প্রাথমিক শিক্ষক’ পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ

রাজ্যজুড়ে (West Bengal) শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (Bengal SSC Scam) নিয়ে তোলপাড় শুরু হয়েছে৷ দিনের পর দিন চাকরি বাতিলের সংখ্যা বেড়েই চলেছে ক্রমাগত

রাজ্যজুড়ে (West Bengal) শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (Bengal SSC Scam) নিয়ে তোলপাড় শুরু হয়েছে৷ দিনের পর দিন চাকরি বাতিলের সংখ্যা বেড়েই চলেছে ক্রমাগত।

রাজ্যজুড়ে (West Bengal) শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (Bengal SSC Scam) নিয়ে তোলপাড় শুরু হয়েছে৷ দিনের পর দিন চাকরি বাতিলের সংখ্যা বেড়েই চলেছে ক্রমাগত। এরই মধ্যে নজিরবিহীন উদ্যোগ নেওয়া হল বাঁকুড়া পুলিশের তরফে৷ যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। আগামী দিনে বিরাট প্রশ্নের পড়তে চলেছে সরকার৷

জেলা পুলিশ সূত্রে খবর, ‘অঙ্কুর’ প্রকল্পের আওতায় জেলার জঙ্গল মহলের পাঁচটি থানার প্রতিটি অঞ্চলে একটি করে ও বাকি অন্যান্য থানাগুলিতে একটি করে মোট ১২৪ টি শিক্ষাকেন্দ্র চালু হবে। যেখানে প্রাথমিক স্তরের পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজি শিক্ষার উপর জোর দেওয়া হবে। আর প্রতিটি শিক্ষা কেন্দ্রেই শিক্ষকের ভূমিকায় থাকবেন সংশ্লিষ্ট এলাকার সিভিক ভলান্টিয়াররা। জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, স্কুলের নিয়মিত ক্লাস শেষের পর নির্ধারিত স্কুল গুলিতেই বিশেষ ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা।

রাজ্যজুড়ে সিভিক ভলেন্টিয়ারদের কর্মকাণ্ড নিয়ে বারবার সমালোচনা হয়েছে। বিরোধীদের কটাক্ষ সিভিক ভলেন্টিয়ারদের তৃণমূল দলের ক্যাডার হিসাবে ব্যবহার করে। এখন শিক্ষাপ্রদানের কাজে তাঁদের নিয়োগ করতে গর্জে উঠল বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে জানিয়েছেন, এবারের মাধ্যমিক পরীক্ষায় চার লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে। তিরিশের কম পড়ুয়া আছে, এরকম ৮ হাজার ২০৭টি সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিক স্তরের পড়ুয়াদের সাপ্লিমেন্টারি ক্লাসে পড়ানো হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, সুরকারই শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

বারবার শিক্ষা পরিকাঠামো নিয়ে সমালোচনা হয়েছে রাজ্যজুড়ে। একাধিক জেলায় শিক্ষকদের অভাব ও নিয়োগ নিয়ে যোগ্যদের হাহাকার লেগেই রয়েছে। আবার চাকরি হারাতে হচ্ছে অযোগ্যদের৷ এবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগ নিয়ে বইছে তীব্র সমালোচনার ঝড়।