Brand ambassador: শাহরুখকে সরিয়ে দেবকে দায়িত্ব দিতেই জয়ের সংকেত দেখছে বাংলা পক্ষ

বাংলার দূত (Brand ambassador) পদ থেকে বহিরাগত বলিউড অভিনেতা শাহরুখ খানকে সরানোর জন‍্য বাংলা পক্ষ (Bangla Pokkho) সংগঠন মুখ‍্যমন্ত্রীকে ধন‍্যবাদ জানাচ্ছে।

বাংলার দূত (Brand ambassador) পদ থেকে বহিরাগত বলিউড অভিনেতা শাহরুখ খানকে সরানোর জন‍্য বাংলা পক্ষ (Bangla Pokkho) সংগঠন মুখ‍্যমন্ত্রীকে ধন‍্যবাদ জানাচ্ছে।

বাংলার দূত (Brand ambassador) পদ থেকে বহিরাগত বলিউড অভিনেতা শাহরুখ খানকে সরানোর জন‍্য বাংলা পক্ষ (Bangla Pokkho) সংগঠন মুখ‍্যমন্ত্রীকে ধন‍্যবাদ জানাচ্ছে। প্রসঙ্গত, শাহরুখ খানকে এই পদ থেকে সরানোর দাবিতে একমাত্র সংগঠন হিসাবে একাধিকবার পথে নেমেছে বাংলা পক্ষ। যিনি বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি জানেন না তিনি কি করে বাংলাকে তুলে ধরবেন বিশ্বের দরবারে, এই প্রশ্ন বারবার তুলেছে বাংলা পক্ষ।

শাহরুখ খানের মালিকানাধীন ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সে বাংলার বাঙালি খেলোয়াড়রা সুযোগ পায় না। রাজ্যস্তরে বাঙালি ক্রিকেটার তুলে আনার কোন পরিকাঠামোও নেই। অথচ কলকাতা তথা বাঙালির আবেগকে কাজে লাগিয়ে মুনাফা ঢোকে এই বলিউড তারকার পকেটে। সম্প্রতি আমরা দেখেছি শাহরুখের “পাঠান” সিনেমাকে জায়গা দিতে জোর করে সাফল‍্যের সাথে চলা বাংলা সিনেমাকে হলগুলি থেকে উঠিয়ে নিতে বাধ‍্য করা হয়েছিলো। বাংলার ব্র‍্যাণ্ড এম্বাসাডার যিনি, তাঁর কাছ থেকে বাঙালি যে সংবেদনশীলতা আশা করে তা পাওয়া যায়নি। বাংলাকে শুধুমাত্র ব‍্যবসা ক্ষেত্র হিসেবে গণ‍্য করা হয়েছে। বহিরাগত যে কারোর ক্ষেত্রে এটাই বাস্তব।

শাহরুখ খানের পরিবর্তে বাঙালি অভিনেতা তথা প্রযোজক দেব (দীপক অধিকারী) এই দায়িত্ব পাওয়ায় আমরা আশান্বিত। প্রযোজক হিসেবে দেব বাংলা ও বাঙালির অতীতের নানান চরিত্রকে চলচ্চিত্রে তুলে আনার কাজ করছেন। বাংলা সিনেমা যাতে হল পায় সে ব‍্যাপারেও তিনি সচেষ্ট। সর্বোপরি তিনি বাঙালি, বাংলার ভূমিপুত্র। আমরা আশা করি বাংলার ঐতিহ‍্য, সংস্কৃতি ভারত তথা সারা বিশ্বে তুলে ধরার ক্ষেত্রে দেব উল্লেখযোগ‍্য ভূমিকা নেবেন। ইতিমধ্যেই বাংলা পক্ষর তরফে বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডার অভিনেতা দেবকে শুভেচ্ছা জানানো হয়েছে৷