Bengal SSC Scam: চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সমর্থন অরুণাভের

491
Arunava Ghosh Mamata Banerjee
Advertisements

নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal SSC Scam) প্রতিদিন চাকরি বাতিল লেগেই রয়েছে। আদালতের নির্দেশে প্রতিদিন মুখ পুড়ছে সরকারের৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) একটি মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এবার মমতার মন্তব্য পর্যবেক্ষণ করে তার নৈতিকতা বিচার করলেন আইনজীবী অরুণাভ ঘোষ (Lawyer Arunava Ghosh)।

সম্প্রতি একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমর্থনে মন্তব্য করতে দেখা যাচ্ছে এক সময়ের তীব্র সমালোচক অরুণাভ ঘোষকে৷ বলা ভালো, বিকাশবাবুর সিদ্ধান্তের ভিন মেরুতে নিজের মন্তব্য পোষণ করছেন বর্ষীয়ান আইনজীবী। যা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিক এবং প্রশাসক। তাঁকে যেমন আইন-আদালত মাথায় রাখতে হয়, তেমনই নানা বিষয়ে মানবিক অবস্থান নিতে হয়। অনেক ক্ষেত্রেই যা আইন আদালতের চোখে বেআইনি, তা মানবিক দৃষ্টিতে ন্যায্য।

Advertisements

মঙ্গলবার আলিপুরের জাজেস কোর্টে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিয়োগ দুর্নীতি ও আদালতের নির্দেশে চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য পেশ করেন। তাঁর কথায়, প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে অর্থাৎ সুব্রত তালুকদারকে বলব এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যারা অন্যায় করেছে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুন। কিন্তু, নির্দোষরা যেন দোষের ভাগীদার না হয়। আইন মেনে চাকরি ফিরিয়ে দিন। দরকার হলে তাঁদের আবার পরীক্ষা নিন কিন্তু, তাঁদের চাকরি ফিরিয়ে দিন।

Advertisements

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে বিতর্কের সুচনা হয়েছিল। মামলাকারী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ছিল, নিয়োগ দুর্নীতির মামলা এই মুহুর্তে আদালতে বিচারাধীন। সমস্ত নথি যাচাই করেই নির্দেশ দিচ্ছেন বিচারপতিরা। ফলে এ প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করা যায় না। এই বক্তব্য শোনার পরেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আগামী দিনে এই মামলা গ্রহণ করা হবে কি না, তা নির্ভর করবে হলফনামার ওপরেই।

Advertisements