WB: মমতাকে তলব রাজ্যপালের

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankar)।  বৃহস্পতিবার রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী সপ্তাহে যে কোনো সময় রাজভবনে আলাপচারিতার…

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। 

বৃহস্পতিবার রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী সপ্তাহে যে কোনো সময় রাজভবনে আলাপচারিতার জন্য যাওয়ার অনুরোধ জানিয়েছেন। টুইট করে তিনি জানিয়ছেন, “বেশ কিছু প্রশ্নের জবাব মিলছে না দীর্ঘদিন। দুপক্ষের মধ্যে সহালস্থান না থাকলে সাংবিধানিক অচল অবস্থা তৈরি হতে পারে। অবিলম্বে আলোচনা প্রয়োজন। বেশ কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে আলোচনা দরকার।”

বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপালের মধ্যে সংঘাত চরমে রয়েছে। বারবার দুপক্ষকে একে অপরের প্রতি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে। এমনকি নবান্নে এক বৈঠকে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বারবার বিরক্ত করার জন্য তিনি রাজ্যপালকে ব্লক করেছেন।  

সেইসময়ে তিনি বলেন, ‘বারবার বিরক্ত করছেন, তাই বাধ্য হয়েছি টুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করতে। এর জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বারবার প্রধানমন্ত্রীকে বলেছি। নিজেকে সুপার পাহারাদারি ভাবেন রাজ্যপাল। প্রতিদিন বিল আটকেছেন রাজ্যপাল। উস্কানি দেন উনি। সবাইকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল, প্রত্যেকটা বিল আটকে দিয়েছেন। রাজ্যপালের প্রশ্রয়ে বিজেপির গুণ্ডারা লোক মারছে। প্রধানমন্ত্রীকে চারটি চিঠি দিয়েছি। তারপরেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সব ষড়যন্ত্র। কেন্দ্র হচ্ছে পেগাসাস আর রাজ্যপাল হচ্ছে নাভিশ্বাস।’ এহেন সংঘাতের আবহে মমতাকে হঠাৎ তলবকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশিষ্ট মহল।