১৪ ডিসেম্বর সাসপেন্স: শুভেন্দুর অনুষ্ঠানে পদপৃষ্টের ঘটনায় অভিষেকের তোপ

ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখ, রাজ্যবাসীকে ওয়েট অ্যান্ড ওয়াচে রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। পরে তার ব্যাখাও দিয়েছিলেন হাজরার সভা থেকে। কিন্তু…

Abhishek Banerjee criticizes Shubhendu

ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখ, রাজ্যবাসীকে ওয়েট অ্যান্ড ওয়াচে রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। পরে তার ব্যাখাও দিয়েছিলেন হাজরার সভা থেকে। কিন্তু প্রথম দুটো দিনেই লালন শেখের মৃত্যু এবং আসানসোলে বিজেপির কম্বল বিতরণী অনুষ্ঠানে তিন জনের মৃত্যুর ঘটনাকে পাল্টা হাতিয়ার করেছে রাজ্যের শাসক। ট্যুইটে শুভেন্দুকে তুলোধোনা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ট্যুইট করে অভিষেক বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের কথা দিয়েছিল ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখ ধামাকা দেখাবে। ১২ ডিসেম্বর লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু। ১৪ তারিখ আসানসোলে প্রচণ্ড ভিড়ে ৩ জনের মৃত্যু হল৷ ২১ তারিখ আর কিছু হতে বাকি রয়েছে? অভিষেকের এই ট্যুইট বিরোধী দলনেতার জন্য অস্বস্তি বাড়িয়েছে। বেশ ফাঁপড়ে পড়েছে বিজেপিও।

বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারির উদ্যোগে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ শুভেন্দু অধিকারী অনুষ্ঠান স্থল ছাড়ার পরেই হুড়োহুড়ি পড়ে যায়। সেখানেই ৩ জনের মৃত্যু হয়৷

ঘটনা নিয়ে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীরকুমার নীলকান্তম বলেন, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। চার জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁর বক্তব্য, ওই অনুষ্ঠান করার জন্য কোনও লিখিত অনুমোদন চাওয়া হয়নি। মৌখিক ভাবে পুলিশকে জানানো হয়েছিল। প্রচণ্ড ভিড়ের কারণেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, প্রচণ্ড ভিড়ের কারণেই এই বিপদ ঘটেছিল।