এফসি গোয়ার স্প্যানিশ উইঙ্গার নিয়ে টানাহ্যাঁচড়া ইস্টবেঙ্গল-মোহনবাগানে

আইএসএল লিগ টেবলে ইস্টবেঙ্গল এফসি (East Bengal) ৮ নম্বরে আর মোহনবাগান (Mohun Bagan) তিন নম্বরে। পয়েন্ট টেবলের নিরিখে দুই চিরপ্রতিদ্বন্দ্বী শত যোজন দূরে থাকলেও দল…

Iker Guarrotxena

আইএসএল লিগ টেবলে ইস্টবেঙ্গল এফসি (East Bengal) ৮ নম্বরে আর মোহনবাগান (Mohun Bagan) তিন নম্বরে। পয়েন্ট টেবলের নিরিখে দুই চিরপ্রতিদ্বন্দ্বী শত যোজন দূরে থাকলেও দল ভাঙানোর খেলায় কে কাকে লেঙ্গি মারবে তা নিয়ে চূড়ান্ত ব্যস্ততা এই মুহুর্তে।

সূত্রে জানা গিয়েছে, ফিফা ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আসরে নেমেছে আইএসএল ক্লাব দল এফসি গোয়ার উইঙ্গার আইকার গারোচিনা বোতলবন্দি করতে। ৩০ বছর বয়সী স্প্যানিশ এই ফুটবলার গোয়ার হয়ে ৯ ম্যাচে দু’গোলে করেছে।

ATK মোহনবাগানের সামনে লিগ টপারের হাতছানি আর ইস্টবেঙ্গল এফসি লাল হলুদ জার্সি থেকে ‘লাস্ট বয়ে’র তকমা ঝেড়ে ফেলতে চাইছে। তাই চিরপ্রতিদ্বন্দ্বীতা রেশ আছড়ে পড়েছে দল ভাঙানোর প্রক্রিয়াতে।

আইএসএলে এফসি গোয়া রয়েছে ৬ নম্বরে ১৫ পয়েন্ট নিয়ে। লিগ টেবলে প্রথম ছয় দলের মধ্যে পয়েন্টের ফারাক ২-৩ পয়েন্টের।সূত্রে জানা গিয়েছে, এফসি গোয়া কলকাতার দুই ক্লাব দলের অফার বিষয়টা নিয়ে দলের ফুটবলার আইকার গারোচিনার সঙ্গে একপ্রস্থ কথা বলেছে। স্প্যানিশ এই ফুটবলারের সঙ্গে গোয়ার আইএসএল ক্লাবের চুক্তি ২০২৪ সালের, ৩১ মে পর্যন্ত। এই মুহুর্তে লিগে কোচ কার্লোস পেনার দলের অবস্থা সরু সুতোয় ঝুলছে।

লিগের প্রথম ছয় দলের মধ্যে আছে, ব্যাক টু ব্যাক ম্যাচ জিতলে লিগ টপার হওয়ার দৌড়ে চলবে আসবে তারা। তাই কলকাতার দুই আইএসএল ক্লাব দল যেভাবে মরিয়া চেষ্টা চালাচ্ছে এফসি গোয়ার ফুটবলার ভাঙানোর, উল্টো পিঠে আইকার গারোচিনার দল ঘর সামলাতে ব্যস্ত। ফলে শীতকালীন ফিফা ট্রান্সফার সেশন জমে উঠেছে।