বর্ষীয়ান মন্ত্রীর মৃত্যুতে সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার সকালে প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান নেতা তথা ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। তাঁর মৃত্যুতে সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করল…

দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার সকালে প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান নেতা তথা ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। তাঁর মৃত্যুতে সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা ও পঞ্চায়েত অফিস দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে।

গত কয়েকমাস ধরে অসুস্থ হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন মানিকতলা বিধায়ক সাধন পান্ডে। সেখানেই রবিবার জীবনাবসান হয়। সোমবার কলকাতায় শেষকৃত্য হবে প্রয়াত মন্ত্রীর। রবিবার গভীর রাতে মরদেহ কলকাতা বিমানবন্দর এসে পৌঁছলে সোজা পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে।

সোমবার বেলা ১২ টা নাগাদ বিধানসভায় আনা হবে সাধন পান্ডের মরদেহ। সেখানে তাঁকে শেষবারের মত শ্রদ্ধা জানাবেন সতীর্থরা। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২১-এর বিধানসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয় পান সাধন পান্ডে। মমতার মন্ত্রী সভায় বিশেষ গুরুত্ব ছিল তাঁর। মন্ত্রীর প্রয়াণে বঙ্গ রাজনীতিতে ব্যাপক ক্ষতি হল বলে মনে করা হচ্ছে।