মদনের ‘দুয়ারে চোর’ মন্তব্যকে পাল্টা চ্যালেঞ্জ অর্জুনের

ভোট প্রচারে কামারহাটিতে যাওয়ার কথা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কামারহাটির বিধায়ক মদন মিত্র এই প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, ‘দুয়ারে চোর’ আসছে। শুভেন্দুর পক্ষে…

ভোট প্রচারে কামারহাটিতে যাওয়ার কথা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কামারহাটির বিধায়ক মদন মিত্র এই প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, ‘দুয়ারে চোর’ আসছে। শুভেন্দুর পক্ষে দাঁড়িয়ে মদন মিত্রকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

মদন মিত্র বলেছিলেন, ‘শুভেন্দু কামারহাটিতে এলে ভুল করবে। এখানে আসলে ভবানীপুরের থেকেও বড় ঘটনা ঘটবে। এর দায়িত্ব বিজেপিকেই নিতে হবে। তিনি আরও বলেন, শুভেন্দু নিজের গড় কাঁথিতেই হিমশিম খাচ্ছেন। পাশাপাশি বিজেপি বিধায়কের উদ্দেশ্যে কড়া ভাষায় বলেন, যেখানে সেখানে গিয়ে মমতা ব্যানার্জির নামে খারাপ কথা বলোনা। কারণ মমতা ব্যানার্জী তোমাকে তৈরি করেছে, দানা খাইয়েছে।’

   

এর পাল্টা জবাব দিয়েছেন অর্জুন সিং। তিনি কটাক্ষ করে বলেন, ‘মদন মিত্র কটার সময় এসব কথা বলেছেন। মদ-মাতাল মদনের কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। শুভেন্দুর তখন ইচ্ছা হবে আসবে। আমিও থাকবো। দেখবো কে আটকায়।’ মদন মিত্রের হুঁশিয়ারি উড়িয়ে অর্জুন বলেন, ‘যে নিজে দলের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, রোজ স্ট্রাইক পাচ্ছে দলের থেকে তাঁর কথার গুরুত্ব নেই।’

যোগ করেন, মদন বলেছিলেন আমার কব্জি কেটে নেব কিন্তু এখনও আমার কব্জি বহাল তবিয়তে আছে। দলের থেকে পাত্তা পায় না তাই মদন মিত্র বাইরে এই ধরনের কথা ছড়িয়ে বেড়ায় বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ।

শুভেন্দু অধিকারী বারবার বিক্ষোভের মুখে পড়ছেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন সিং। দুই নেতাই একসময়ে তৃণমূলের অন্যতম মুখ ছিলেন। দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল ও ওই দলের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন।