মঙ্গলবার থেকে রাজ্যে বিধিনিষেধের ‘শিথিলতা’ বাড়ছে

রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে আংশিক লকডাউন জারি করেছে নবান্ন। তবে গত ১৫ জানুয়ারি বিধিনিষেধ শিথিল করে রাজ্য সরকার। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৮ জানুয়ারি…

রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে আংশিক লকডাউন জারি করেছে নবান্ন। তবে গত ১৫ জানুয়ারি বিধিনিষেধ শিথিল করে রাজ্য সরকার। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৮ জানুয়ারি থেকে শিথিলতা আরও বাড়ছে। এই মর্মে নির্দেশিকা জারি করল নবান্ন।

মঙ্গলবার থেকেই শর্তসাপেক্ষে জিম, যাত্রা পালা, আউটডোর শুটিংয়ে ছাড় দিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকায় জানানো হয়েছে, রাত ৯ টা পর্যন্ত জিম খোলা রাখা যাবে, মাত্র ৫০ শতাংশই প্রবেশ করতে পারবে। এছাড়া, যারা জিমে আসছেন তাদের করোনার দুটি ডোজের সার্টিফিকেট বা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

রাত ৯ টা পর্যন্ত অনুমতি রয়েছে যাত্রা পালায়। কোনও হল বা চারদিক বন্ধ ঘরে যাত্রা পালা করলে সেক্ষেত্রে ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবে। করোনা বিধি মেনে সিনেমা বা সিরিয়ালের আউটডোর শুটিংয়ে ছাড় দিয়েছে নবান্ন।

নতুন এই নির্দেশিকার পাশাপাশি রাজ্যে পুরনো নিয়ম মেনেই বিধিনিষেধ জারি থাকবে। করোনা সংক্রমণ রুখতে গত ৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে প্রথম দফার আংশিক লকডাউন জারি করা হয়। এরপর ১৫ জানুয়ারি আরও বিধিনিষেধ শিথিল করা হয়। বিয়েবাড়িতে ৫০ জন থেকে বাড়িয়ে ২০০ জন প্রবেশের অনুমতি দেয় নবান্ন। ছাড় দেওয়া হয় মেলাতেও।

তবে বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মচারী নিয়ে কাজ চলবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত ১০ টা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবায় অনুমতি দিয়েছে রাজ্য। সংক্রমণ বাড়তেই মেট্রোয় বন্ধ করা হয়েছে টোকেন। স্মার্ট কার্ড ব্যবহার করে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে মেট্রো। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি রয়েছে নাইট কার্ফু। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে।