দলের বিরুদ্ধে যাওয়া নির্দল প্রার্থীদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু

দলের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে যারা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছিল শাসক দল। দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করে জোর কদমে নির্দল…

TMC logo with flowers in the background

দলের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে যারা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছিল শাসক দল। দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করে জোর কদমে নির্দল প্রার্থী প্রচার চালিয়েছেন তৃণমূলের অনেক নেতা। এবার সেই সকল নির্দল প্রার্থীদের শায়েস্তা করতে বহিষ্কার প্রক্রিয়া শুরু হল।

পুরভোটের মুখে বিভিন্ন জেলা থেকে তৃণমূল নেতাদের বহিষ্কার করা হচ্ছে। তালিকায় রয়েছে পুরুলিয়া, দুবরাজপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলা।

বৃহস্পতিবার দুবরাজপুরের ৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এনারা প্রত্যেকেই তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে লড়ছে। পুরুলিয়ায় বহিষ্কার করা হয়েছে ৮ জনকে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর থেকে যথাক্রমে ২ ও ৪ জন নেতাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের তরফে নির্দল প্রার্থীদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানানো হয়, নির্দল প্রার্থীরা যদি মনে করে যে ভোটে জিতে বা হেরে ফের তৃণমূলে আসবেন তাহলে দল কখনোই তাদের গ্রহণ করবে না।

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হবার পরই জেলায় জেলায় বিক্ষোভ দেখা দিয়েছিল। তৃণমূল নেতা সহ বহু কর্মী-সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। কয়েকজন তৃণমূল নেতা টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।