‘আবার বছর কুড়ি পরে’ ১৮ ই ফেব্রুয়ারি উঠতে চলেছে যবনিকা

১৮ ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে শ্রীমন্ত সেনগুপ্তর ছবি ‘আবার বছর কুড়ি পরে’।চার বন্ধুর রিইউনিয়নের গল্পই শোনাবে এই ছবি।ছবি মুক্তির আগেই হয়ে গেল শেষ মুহূর্তের…

abar-bahcar

১৮ ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে শ্রীমন্ত সেনগুপ্তর ছবি ‘আবার বছর কুড়ি পরে’।চার বন্ধুর রিইউনিয়নের গল্পই শোনাবে এই ছবি।ছবি মুক্তির আগেই হয়ে গেল শেষ মুহূর্তের প্রমোশন।

চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়,তনুশ্রী চক্রবর্তী,অর্পিতা চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ।ছবিতে দেখা যাবে,দুই বন্ধুর ফোনালাপ।অরুণ ও দত্ত ছোটবেলার বন্ধু।এতদিন পরে ফের দেখা করার প্রস্তাবে খুশি অরুণ। কিন্তু এরপরই তাঁর মুখ গম্ভীর হয়ে যায়। কেননা দত্ত চায় ওই রিইউনিয়নে থাকুক তাদের দুই বান্ধবী বনি ও নীলা।নীলা ঘোর সংসারী। দুই সন্তানের মা।অন্যদিকে বনি প্রসঙ্গে অরুণের বক্তব্য,’ও যদি জানে আমি কলকাতায় আছি, তাহলে জীবনেও এদিকে আসবেই না।’ আর এখানেই তৈরি হতে থাকে কৌতূহল।

শেষ পর্যন্ত এই রিইউনিয়ন কী জাগিয়ে তুলবে সময়ের কুয়াশায় মুখ লুকনো অতীতকে। বদলে দেবে কি জীবনের গতিপথ?স্কুলবেলার বন্ধুত্ব কি সত্যিই বদলে যায় বড়বেলায়?উত্তরের জন্য।হারানো বন্ধু ও তাদের পুনর্মিলনের গল্প হল ‘আবার বছর কুড়ি পরে’।ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য।স্কুলজীবন দিন গুলোয় একবার ফিরে যেতে চাইলে ‘আবার বছর কুড়ি পরে’।