তৃ়ণমূল নেতাকে ধরতে পাঁচিল টপকালো পুলিশ, ক্যানিংয়ে দাবাং অভিযান

-আপনি বাইরে আসুন।
-না যাব না। ডাকলেই যেতে হবে?
বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর অবশেষে পুলিশ টপকালো পাঁচিল। দুই অফিসার পাঁচিল টপকে বাগানে নেমে এক তৃণমূল কংগ্রেস নেতাকে পাকড়াও করলেন। ধৃত তৃণমূল নেতার নাম অর্ণব রায়। তাঁর বিরুদ্ধে ক্যানিংয়ে হামলা ছড়ানোর অভিযোগ রয়েছে। আগে বিজেপি করলেও তিনি এখন তৃণমূলের নেতা।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং দফায় দফায় তীব্র সংঘর্ষে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে। একের পর এক বোমা পড়ে। ক্যানিংয়ে মনোনয়ন জমা ঘিরে তৃণমূল যুব বনাম তৃণমূল মাদার সংগঠনের গোষ্ঠিবাজিতে ভয়াবহ সংঘর্ষ দেখা গিয়েছে। এর পাশাপাশি আইএসএফের সাথেও সংঘর্ষে জড়ায় তৃণমূল। পুলিশের উপরেও হামলার অভিযোগ উঠেছে।

   

দিনভর সংঘর্ষে গরম ক্যানিংয়ে পুলিশ প্রথমে অসহায় ছিল বলে অভিযোগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নেয় পুলিশ। শুরু হয় ধরপাকড়। অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস নেতা অর্নব রায়কে গ্রেফতার করতে তার বাড়ি যায় পুলিশ।

বাড়ির সামনে পুলিশ দেখে তৃণমূল নেতা ঘর থেকে বের হবেন না বলেই জানান। বাড়ির বাইরে থেকে পুলিশ বারবার তার সাথে কথা বলতে চায়। এক পর্যায়ে বাগানের পাঁচিল টপকে পুলিশ ওই টিএমসি নেতার বাড়িতে ঢুকে তাকে গ্রেফতার করে। ধৃত নেতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন