ভারতের রেল মন্ত্রকের অধীনে পরিচালিত ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে অনলাইনে। নিয়োগ করা হবে চিফ জেনারেল ম্যানেজার / Chief General Manager (Electrical) পদে। ৪ টি শূন্যপদ রয়েছে।
SAG/NFSAG স্কেলে পূর্ব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৫৮ বছর।
প্রার্থীদের মাসিক ১,৪৪,২০০- ২,১৮,২০০ টাকা বেতন দেওয়া হবে। ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। নূন্যতম ৩ বছর এবং সর্বোচ্চ ৫ বছর অবধি নিয়োগ করা হবে প্রার্থীদের।
নির্বাচিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে Jammu / Sangaldan (J&K), Siliguri (West Bengal), Tinsukia (Assam) and Jodhpur (Rajasthan) এ।
ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। ইমেল আইডি – [email protected]
আবেদনের শেষ তারিখ ১৪/০৬/২০২৩।