HomeWest BengalNorth Bengalটেট চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত শিলিগুড়ি অসুস্থ একাধিক

টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত শিলিগুড়ি অসুস্থ একাধিক

- Advertisement -

পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি। তাই দ্রুত নিয়োগের দাবীতে পথে নামল টেট উত্তীর্ণ প্রার্থীরা।

শুক্রবার উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একতা মঞ্চের তরফে এই কর্মসূচি চলে।

   

শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে মিছিলটি এশিয়ান হাইওয়ে ধরে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা যেতে গেলে তিনবাত্তি মোড়ের কাছে পৌঁছতেই পুলিশ ওই মিছিল আটকায়। এরপরই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তি শুরু হয়। তীব্র গরমে ধ্বস্তাধস্তির কারণে অসুস্থ হয়ে পরে বেশ কয়েকজন পড়ুয়া।

মিছিলটি জোর করে পুলিশ তুলতে গেলে পরিস্থিতি সাময়িকভাবে আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিন মুখ্যমন্ত্রী কাছে অবিলম্বে চাকরীর ব্যাবস্থা করার দাবী জানান তাঁরা । অবিলম্বে যদি তাদের চাকরি ব্যাবস্থা না হলে আমরণ অনশনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়। এমনকি বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও পরে পাঁচ বিক্ষোভকারীকে উত্তরকন্যায় স্মারকলিপি প্রদানের জন্য যাওয়ার অনুমতি দেয় পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular