করোনায় মৃত্যুর ভুল তথ্য দেশকে বিভ্রান্ত করছে মোদী সরকার: রাহুল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা সংক্রান্ত রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। ট্যুইট করে কংগ্রেস নেতা বললেন,…

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা সংক্রান্ত রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। ট্যুইট করে কংগ্রেস নেতা বললেন, মোদী সরকার মিথ্যে কথা বলছে। সরকারের দাবি করোনায় মৃত্যু হয়েছে মাত্র পাঁচ লাখ মানুষের। কিন্তু হু-র রিপোর্ট বলছে দেশে ৪৭ লক্ষ মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।

এরপরই প্রধানমন্ত্রীকে রাহুল অনুরোধ করেন, কম করে মৃতের পরিবারের প্রতি ন্যূনতম সম্মানটুকু দিন। এভাবে প্রকৃত ঘটনাকে আড়াল করবেন না। মৃতদের পরিবারকে এককালীন অর্থ সাহায্য করুন। এদিকে দেশের কোভিড ওয়ার্কিং গ্রুপের শীর্ষকর্তা ডা. এনকে অরোরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টকে রীতিমত উদ্বেগজনক বলেছেন।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবারই করোনা সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে করোনায় প্রায় ৪৭ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও মোদী সরকারের দাবি এখনও পর্যন্ত করোনায় দেশে ৫ লাখ ২৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

তবে প্রকৃত তথ্য চেপে যাওয়ার অভিযোগ যে শুধু ভারতের বিরুদ্ধে উঠেছে তা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিন, আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধেই করোনা সংক্রান্ত ক্ষয়ক্ষতি গোপন করার অভিযোগ তুলেছে।

গোটা বিশ্বে করোনায় মৃতের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে বাস্তবের সঙ্গে তার কোন মিল নেই। বিভিন্ন দেশের পরিসংখ্যান থেকে করোনায় মোট ৫৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু হু দাবি করেছে, গোটা বিশ্বে করোনার বলি হয়েছে প্রায় দেড় কোটি মানুষ। মৃতদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ এবং ৪৭ শতাংশ মহিলা। যার ৫৩ শতাংশ নিম্ন ও মধ্য আয়ের মানুষ।