কাশীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শাহ-এর সামনেই উঠল CBI তদন্তের দাবি

কর্মসূচি বদল করে অবশেষে কাশীপুরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার তিনি মৃতদেহ উদ্ধারের ঘটনাস্থল অবধি ঘুরে দেখেন। কথা বলেন মৃত বিজেপির যুব…

কর্মসূচি বদল করে অবশেষে কাশীপুরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার তিনি মৃতদেহ উদ্ধারের ঘটনাস্থল অবধি ঘুরে দেখেন। কথা বলেন মৃত বিজেপির যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার পরিবারের সঙ্গেও। 

এদিন শাহকে দেখেই কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। সেইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই এই  অর্জুনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের স্লোগান ওঠে। এদিন অমিত শাহের সঙ্গে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন অমিত শাহ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশে অর্জুনকে খুন করা হয়েছে। প্রতিশোধ নিতেই বাংলায় বারবার খুন হচ্ছেন দলীয় কর্মীরা। বাংলার বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। তৃণমূলের আমলে খুন হত্যার বাড়বাড়ন্ত হয়েছে রাজ্যে। আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই ঘটনায় সিবিআইকে তদন্তভার দেওয়া উচিৎ। হিংসার রাজনীতিকে ভয় পায় না বিজেপি। বাংলার মতো এত সিবিআই তদন্ত কোথাও হয় না। রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।’ 

ইতিমধ্যেই অর্জুনের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক জল্পনা বাড়তে শুরু করেছে। তিনি তৃণমূলের সদস্য নাকি বিজেপির এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে দুই পক্ষের মধ্যেই। কারণ, বিজেপির দাবি অমিত শাহের মিছিলের বাইক বাহিনীর দায়িত্ব ছিল অর্জুনের ওপরেই। আবার তৃণমূলের দাবি, পুরভোটে তাঁদের সঙ্গে ছিল অর্জুন।

অর্জুনের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই তৃণমূলের নজরে ছিল সে। এমনকি নির্বাচনের পর ঘরছাড়া থাকতে হয়েছিল তাকে।