Weather: রৌদ্রজ্জ্বল আকাশে বাড়বে তাপমাত্রা, জানাল হাওয়া অফিস

তাপমাত্রা বাড়ছে রাজ্যজুড়ে। সকালে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই পাল্লা দিয়ে বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। দিনের…

তাপমাত্রা বাড়ছে রাজ্যজুড়ে। সকালে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই পাল্লা দিয়ে বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ।

দিনের পাশাপাশি এবার রাতের তাপমাত্রাও বাড়ছে। তবে এর সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। ভূমধ্যসাগরের শীতল হাওয়া রাজ্যে প্রবেশ করছে। এই হাওয়া গরম বাতাসের সঙ্গে মিশে জলীয় বাষ্প ভরা মেঘের সৃষ্টি করছে। তার জেরেই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লেই বাড়বে রোদের তেজ। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ। রাজ্যের আবহাওয়া এদিন মূলক শুষ্কই থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়।