দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র নিউ টাউনে আক্রান্ত হিডকো কর্মীরা

অগ্নিগর্ভ নিউটাউন। অবৈধ দোকান উচ্ছেদে গিয়ে আক্রান্ত সরকারি কর্মীরা। হিডকো এবং NKDA-র কর্মীদেরকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। দোকানদাররা ক্ষিপ্ত হয়ে দোকানের সামনেই আগুন…

Protests underway at New Town

অগ্নিগর্ভ নিউটাউন। অবৈধ দোকান উচ্ছেদে গিয়ে আক্রান্ত সরকারি কর্মীরা। হিডকো এবং NKDA-র কর্মীদেরকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। দোকানদাররা ক্ষিপ্ত হয়ে দোকানের সামনেই আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর চেষ্টা চলছে, তবে বিরাট পুলিশ বাহিনী এলাকায়। এলাকা একেবারে থমথমে এই মুহুর্তে। এটা নিউটাউনের ঝিলপাড়ের ঘটনা। রণক্ষেত্র পরিস্থিতি।

দোকান উচ্ছেদের জন্য হিডকো এবং NKDA আগেই নোটিস দিয়েছিল। মৌখিকভাবে জানিয়েছিল, নোটিস দিয়েছিল এবং মাইকিং করেছিল। এরপরেও শনিবার সকালে নিকাশি নালা এবং পানীয় জলের জন্য সেই সমস্ত ‘অবৈধ’ এনক্রোচমেন্টগুলো সরানোর জন্য যখন বিশাল পুলিশ বাহিনী, NKDA এবং হিডকোর আধিকারিকরা আসেন, সেই সময় তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়। এটি হচ্ছে বিধাননগর পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ড, নিউটাউনের ঝিলপাড় অঞ্চল।

খালের ধারে একাধিক দোকানপাঠ অবৈধভাবে রয়েছে বলে অভিযোগ। সেই সকল দোকানপাঠগুলোকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয় হিডকো এবং এনকেডিএ-র পক্ষ থেকে। কিন্তু তারা সরায়নি। আজ সকাল বেলা যখন সেই সমস্ত দোকান উচ্ছেদ করতে আসে সেই সময় বাধার মুখে হতে হয়।

নিউটাউনের ঝিলপাড়ে রাস্তায় জ্বলছে আগুন। নোটিস আগেই দিয়েছিল হিডকো ও NKDA। এছাড়া মাইকিং ও মৌখিকভাবে জানানোও হয়। তারপরও মানা হয়নি নির্দেশ বলেই জানা গিয়েছে। নিকাশি নালা ও পানীয় জলের পথ সঠিক করার জন্য দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।