Weather: মার্চের গোড়াতেই গরমের অনুভূতি, অস্বস্তি বাড়ছে শহরবাসীর

শীত চলে গিয়েছে বেশিদিন হয়নি। কিন্তু এর মধ্যেই গরমের আঁচ পেতে শুরু করেছে শহরবাসী। তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু-তিনদিনের মধ্যেই…

শীত চলে গিয়েছে বেশিদিন হয়নি। কিন্তু এর মধ্যেই গরমের আঁচ পেতে শুরু করেছে শহরবাসী। তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু-তিনদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।

মার্চের শুরুতেই গরমের এমন দাপট ভোগান্তিতে ফেলেছে শহরবাসীকে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ, ন্যূনতম ৩৬ শতাংশ। রবিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকালের দিকে আবহাওয়া মনোরম থাকলেও বেলা বাড়লেই বাড়বে অস্বস্তি।

দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।