Weather: স্বাভাবিকের নীচে নামল তাপমাত্রা, বিদায়ের আগে দাপট দেখাচ্ছে শীত

মাঘ বিদায় নিতে চললেও শীতের এখনই বিদায় নেওয়ার কোনও হেলদোল নেই। ফের কমছে তাপমাত্রা। কলকাতা সহ শহরতলীতে জাঁকিয়ে না হলেও ভালোমতোই অনুভূত হচ্ছে ঠান্ডা। পশ্চিমের…

Winter Update of West Bengal

মাঘ বিদায় নিতে চললেও শীতের এখনই বিদায় নেওয়ার কোনও হেলদোল নেই। ফের কমছে তাপমাত্রা। কলকাতা সহ শহরতলীতে জাঁকিয়ে না হলেও ভালোমতোই অনুভূত হচ্ছে ঠান্ডা। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা আরও বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও কয়েকদিন বঙ্গে বাস করবে শীত। তারপর ধীরে ধীরে পাত্তাড়ি গোটাবে।

কথায় বলে মাঘের আধে, লোটা-কম্বল কাঁধে। কিন্তু এ বছর তেমন কোনও ইঙ্গিত নেই। প্রায় গোটা শীতটাই খেল দেখিয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। শীত বিদায় নিতেও দেরি হচ্ছে। যদিও এতে মন খারাপ নয় শহরবাসীর। বরং শীতকে চেটেপুটে উপভোগ করার দিকে মন দিয়েছে তারা। শনিবারের থেকে রবিবার আও কমেছে তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ, সর্বনিম্ন ২৮ শতাংশ। প্রধানত পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

   

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও দিন কয়েক থাকবে ঠান্ডার আমেজ। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। ফলে শীতের আমেজটা চটেপুটে উপভোগ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র কয়েকটা দিনই রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে শীত এখনই কমার সম্ভাবনা নেই। কিন্তু এর স্থায়িত্ব আর বেশিদিন নয়।