Bankura: নিয়োগ দূর্ণীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান-স্ত্রীর জেল হেফাজত

বাঁকুড়া: নিয়োগ দূর্ণীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে জেল হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া (Bankura) জেলা আদালত।…

Bankura District Court Orders Jail Custody for Jasmin Khatun

বাঁকুড়া: নিয়োগ দূর্ণীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে জেল হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া (Bankura) জেলা আদালত। সিআইডি-র পক্ষ থেকে সোমবার তাঁকে ফের আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে এই নির্দেশ দেন। আগামী ১৬ মার্চ ফের আদালতে তোলা হবে।

উল্লেখ্য, শেখ সিরাজুদ্দিন স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান থাকাকালীন ‘প্রভাব খাটিয়ে’ স্ত্রী জেসমিন খাতুনকে চাকরী পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। ২০১৫ সালের স্কুল সার্ভিস কমিশনের ‘বাতিল’ প্যানেল থেকে ২০১৯ সালের নভেম্বর মাসে ইন্দপুরের ভতড়া শ্রীদুর্গা বিদ্যায়তন হাই স্কুলে জেসমিন খাতুন শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন বলে খবর। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারী সিআইডি তাঁকে গ্রেফতার করে। বাঁকুড়া জেলা আদালতের নির্দেশে এদিন পর্যন্ত তিনি বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন।

আইনজীবি রথীন দে বলেন, মূল অভিযুক্ত শেখ সিরাজুদ্দিনের আগাম জামিনের আবেদন আদালত ২ মার্চ খারিজ করে দেয়। এদিন জেসমিন খাতুন সহ শান্তিপ্রসাদ সিনহা, অশোক কুমার সাহা, অলোক কুমার সরকার গ্রেফতার হয়েছেন বলে তিনি জানান।