ভাতা বিতরণ করে বাংলাকে পঙ্গু করছেন মাননীয়া: বিস্ফোরক শুভেন্দু

বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপির প্রতিনিধি দল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জানান, ‘বিধাননগর পুরভোটের…

বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপির প্রতিনিধি দল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জানান, ‘বিধাননগর পুরভোটের জন্য আধা সামরিক বাহিনী মোতায়েনের জন্য পরামর্শ দিয়েছি। এই তৃণমূল সরকারের ওপর মানুষের আর আস্থা নেই। এরা শুধু চন্দন কাঠ পাচার, গরু পাচার, কয়লা পাচার করতে জানে।’

তিনি আরও বলেন, ‘বিজেপি প্রার্থীদের মনোনয়ন দিতে বাধা দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশ কালিঘাটের নির্দেশে কারোর জামা ছিঁড়েছে, কলার ধরেছে। চোর ডাকাতের মতো চ্যাংদোলা করে নিয়ে গিয়েছে আমাদের দলীয় কর্মীদের। এমনকি মহিলাদের গায়ে পুরুষ পুলিশ হাত দিয়েছে। ভাতা বিতরণ করে বাংলাকে পঙ্গু করছেন মাননীয়া। যে রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, বাণিজ্য নেই, সরকারি পুলিশ, শিক্ষকদের ডিএ নেই, সেই রাজ্যে যতরকম মিথ্যে কথা বলে এই নির্বাচনকে প্রভাবিত করা যায় তার ব্যবস্থা করছে তৃণমূল। আর সকল ঘটনার নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

তিনি আরও বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন নবান্নকে ভয় পাচ্ছে, তাই শাসক দল যাই করছে তাকে সমর্থন করা হচ্ছে। আশা করছি সবার সুবুদ্ধি উদয় হবে। সিএপিএফ দিয়ে বিধাননগরে ভোট হবে। গতকাল বাংলায় যা যা ঘটনা ঘটেছে তার এফআইআর-এর কপি আমরা দিয়েছি। আমরা আশা করছি রাজ্য নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নেবেন। ভারতীয় জনতা পার্টি শেষ দিন অবধি লড়াই করবে।’