Suvendu Adhikari: গেরুয়াপন্থীদের রবীন্দ্রজয়ন্তীর ব্যানার থেকে সরানো হল শুভেন্দুর নাম

রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের ব্যানার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল উদ্যোক্তা গেরুয়াপন্থী সংগঠন ‘খোলা হাওয়া’। সমালোচনার চাপে আমন্ত্রণপত্রে সংযোজিত করা হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নাম।সেদিন উপস্থিত থাকছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী কিষান রেড্ডি।

Controversy Erupts as Suvendu Adhikari's Name Removed from BJP's Rabindra Jayanti Banner - Latest Updates

রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের ব্যানার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল উদ্যোক্তা গেরুয়াপন্থী সংগঠন ‘খোলা হাওয়া’। সমালোচনার চাপে আমন্ত্রণপত্রে সংযোজিত করা হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নাম।সেদিন উপস্থিত থাকছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী কিষান রেড্ডি।

প্রসঙ্গত, ২৫ বৈশাখ বিকেলে সায়েন্স সিটিতে রবীন্দ্রজয়ন্তী পালনের আয়োজন করেছে ‘খোলা হাওয়া’। এই অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত ও তনুশ্রী শংকরের নাচ, সোমলতা আচার্য-মেধা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক শিল্পীর গান ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিতর্ক তৈরি হয়েছিল শাহর সঙ্গে বক্তা হিসাবে শুভেন্দু অধিকারী, ‘খোলা হাওয়া’র সভাপতি স্বপন দাশগুপ্তর নাম থাকলেও সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষদের নাম না থাকা নিয়ে। মনে করা হচ্ছে, সেই বিতর্ক চাপা দিতেই শুভেন্দুর নাম সরালেন উদ্যোক্তারা।

সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্র জয়ন্তীর আমন্ত্রণপত্রের ছবি পোস্ট করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। দেখা যায়, বাদ পড়েছে শুভেন্দুর নাম। নাম রয়েছে শুধু অমিত শাহর।

এ প্রসঙ্গে শঙ্কুদেবের বক্তব্য, ”শুভেন্দুর নাম বাদ পড়েছে, একথা সঠিক নয়। ভিতরের পাতায় বিরোধী দলনেতার নাম আছে। সুকান্ত মজুমদারের নামও আছে। এর পিছনে অন্য কোনও রাজনীতি খোঁজা বৃথা!” তিনি আরও বলেন, ”শুধু নাম কেন? রবীন্দ্রনাথ ছাড়া কারও ছবিও থাকছে না ব‌্যানারে। অমিতজিরও নয়।”