East Bengal lounge-bar: উদ্বোধন হল ইস্টবেঙ্গলের লাউঞ্জ-পানশালা, কী কী পাবেন এখানে?

গতকাল, রবিবার বিকেলে নয়া লাউঞ্জ-পানশালার (East Bengal lounge-bar) উদ্বোধন হয়েছে লাল-হলুদ শিবিরে। যারফলে প্রথমবার বিদেশি আদবকায়দায় নিজেদের মেলে ধরল কলকাতার কোনো ক্লাব।

East Bengal, fancy bar

গতকাল, রবিবার বিকেলে নয়া লাউঞ্জ-পানশালার (East Bengal lounge-bar) উদ্বোধন হয়েছে লাল-হলুদ শিবিরে। যারফলে প্রথমবার বিদেশি আদবকায়দায় নিজেদের মেলে ধরল কলকাতার কোনো ক্লাব।

এই নিয়ে বিগত কয়েকদিন ধরে ময়দান জুড়ে সমালোচনার ঝড় বয়ে গেলেও সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে আধুনিকতার পথে আরো কিছুটা এগিয়ে গেল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। যেখানে দেশি-বিদেশি সুরার পাশাপাশি থাকছে হরেক রকমের খাবারের আয়োজন। এবার এক নজরে দেখা যাক, সেই বিরাট খাদ্য সম্ভারের তালিকা।

লাল-হলুদের এই মেনু কার্ড অনুসারে, থাকছে নামিদামি ব্রান্ডের সুরা। যার দাম অন্যান্য পানশালার থেকে অনেকটাই কম। কাজেই যত ইচ্ছে মন ভরে খান। তার সঙ্গে থাকছে নিত্যনতুন কিছু খাদ্যসামগ্রী চেখে দেখার সুযোগ। সেইমতো সাজানো হয়েছে তাদের মেনু কার্ড।

   

Discover the Delights of East Bengal's Lounge-Bar - Latest Updates

তাতে রয়েছে, ফিস ফ্রাই, চিকেন নাগেট, চিকেন কাটলেট ও ক্যারামেল কাস্টার্ডের মতো আইটেম। তবে অন্যান্য স্থানের তুলনায় এখানে দাম কিছুটা কম থাকায়, সুরা প্রেমীদের পহেলা পসন্দ হতেই পারে ক্লাবের এই লাউঞ্জ।

তবে কারা সুযোগ পাবেন এই লাউঞ্জে আসার? জানা গিয়েছে, ক্লাব সদস্যদের পাশাপাশি তাদের সঙ্গে থাকা অন্যান্যরা ও আসতে পারেন এখানে। আপাতত দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এটি খোলা থাকলেও পরবর্তী সময়ে পরিস্থিতি বুঝে বাড়ানো হতে পারে সময়।