Deucha Panchami: দেওচা পাচামিতে প্রথম পর্যায়েই ২০ হাজার কোটি লগ্নির আশা

কয়লা। মানে কালো সোনা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনির সন্ধান মিলেছে বাংলায়। বীরভূমের দেওচা পাচামিতে (Deucha Panchami Coal Block )।  বিশেষজ্ঞদের মতে, এই কয়লা খনির…

Deucha Panchami Coal Block

কয়লা। মানে কালো সোনা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনির সন্ধান মিলেছে বাংলায়। বীরভূমের দেওচা পাচামিতে (Deucha Panchami Coal Block )।  বিশেষজ্ঞদের মতে, এই কয়লা খনির সৌজন্যে বদলে যাবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। সেই সঙ্গে লাগোয়া রাজ্য বিহার-ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের আর্থ সামাজিক ব্যবস্থাতেও বড় বদল আসবে। বিপুল বিনিয়োগ। সেই সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান।

সাড়ে তিন হাজার একর জমিতে গড়ে উঠবে দেওচা পাচামি প্রকল্প। দুই ধাপে কাজ হবে। রাজ্য সরকারের আশা শুধু প্রথম পর্যায়েই ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে।

শুধুমাত্র কয়লা নয়। বিশেষজ্ঞদের মতে, দেওচায় বিপুল পরিমাণ ব্যাসল্ট মজুত আছে। বাজারে ব্যাসল্ট পাথরের বিপুল চাহিদা। রাস্তা, ব্রিজ, বহুতল তৈরিতে ব্যাসল্ট পাথরের প্রয়োজন হয়। বিপুল চাহিদা সম্পন্ন ব্যাসল্ট পাথর বিপুল পরিমাণে রয়েছে বীরভূমের দেওচা পাচামিতে।

প্রাথমিক পর্যায়ের সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, দেওচা পাচামির ৪৩০ একর এলাকায় ব্যাসল্ট রয়েছে। মজুত ব্যাসল্টের পরিমাণ কমপক্ষে ১৪২ মিলিয়ন টন। বাজারদর সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।