East Bengal: মাসখানেকের জন্য মাঠের বাইরে সাউল ক্রেসপো, চিন্তায় লাল-হলুদ কোচ

এবারের কলিঙ্গ সুপার কাপের ফাইনাল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন লাল-হলুদের (East Bengal) স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো (Saúl Crespo)। যারফলে পরবর্তীতে ম্যাচ খেলতে গিয়ে যথেষ্ট সমস্যা…

Footballer Saúl Crespo

এবারের কলিঙ্গ সুপার কাপের ফাইনাল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন লাল-হলুদের (East Bengal) স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো (Saúl Crespo)। যারফলে পরবর্তীতে ম্যাচ খেলতে গিয়ে যথেষ্ট সমস্যা দেখা দিয়েছিল এই তারকার। তবু দাঁতে দাঁত চেপে লড়াই করেছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা। সেখান থেকেই মিলেছে সাফল্য।

সার্জিও লোবেরার ওডিশা এফসিকে পরাজিত করে এবারে সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল ক্লাব। যা নিয়ে খুশির আমেজ এখনো রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। নিজেদের এই দুরন্ত ছন্দ বজায় রেখেই আই এস এল এ দ্বিতীয় লেগ থেকে ঘুরে দাঁড়াতে চাইছে দল। তবে প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের বিপক্ষে।

তবে দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ হিসেবে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। আগামী ১০ই ফেব্রুয়ারি তাদের বিপক্ষে খেলবে ময়দানের এই প্রধান। সেদিকেই নজর রয়েছে সকলের। কিন্তু এখানেও রয়েছে সমস্যা। সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখার দরুন আইএসএলের প্রথম ম্যাচের পর দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না সৌভিক চক্রবর্তী। তার অনুপস্থিতিতে মাঝ মাঠে যে যথেষ্ট প্রভাব পড়বে তা কিন্তু বলাই চলে। তবে তিনি একানন। এই ম্যাচে খেলতে পারবেন না স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো।

আসলে কলিঙ্গ জয়ের পরেই চোট নিয়ে অনুশীলন করছিলেন ক্রেসপো। তারপর ডার্বি ম্যাচ খেলতে গিয়ে বড়সড় চোট আসে এই দাপুটে ফুটবলারের। যারফলে, মাঝ পথেই মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে তার চোট পরীক্ষা করলে জানা যায় আগামী একমাস মাঠের বাইরে থাকতে হবে এই স্প্যানিশ তারকাকে। সেক্ষেত্রে আগামী তিন থেকে চারটি ম্যাচ খেলা সম্ভব নয় ক্রেসপোর।