Panchayat Elections: পঞ্চায়েতে চাই আদিবাসী সমর্থন, জঙ্গলমহলে সম্মুখ সমরে শুভেন্দু-মমতা

গত পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) রাজ্যে হাওয়া বদল হয়েছিল জঙ্গলমহলে৷ জেলায় জেলায় নেতাদের কোন্দল এবং আদিবাসী হিন্দুত্বের পালে হাওয়া লাগিয়ে আধিপত্য বিস্তার করেছে বিজেপি।

Suvendu Adhikari Vs Mamata Banerjee

গত পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) রাজ্যে হাওয়া বদল হয়েছিল জঙ্গলমহলে৷ জেলায় জেলায় নেতাদের কোন্দল এবং আদিবাসী হিন্দুত্বের পালে হাওয়া লাগিয়ে আধিপত্য বিস্তার করেছে বিজেপি। তাই আগে থেকেই জঙ্গলমহলের ওপরেও বিশেষ গুরুত্ব দিতে চান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনকি তিন জেলায় আলাদা করে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

 আরও পড়ুন: Panchayat Election: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে ঝাঁঝ বাড়াতে রাজপথে সিপিএম

নবান্ন সূত্রে খবর, ১৫ তারিখ বাজেট অধিবেশন শেষেই পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। ১৬ তারিখ পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় প্রশাসনিক সভা করবেন তিনি। এরপর ১৭ তারিখ বাঁকুড়ায় প্রশাসনিক সভা রয়েছে তাঁর। দিন কয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশপুরে সভা করেছেন। সেখান থেকেই আদর্শ তৃণমুলের উদাহরণ তুলে ধরেছেন তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড৷

 আরও পড়ুন: Tmc vs BJP: শাসকদলের দুর্নীতিই প্রধান অস্ত্র! পঞ্চায়েত নির্বাচনের তোড়জোড় বিজেপির

এরই মধ্যে বুধবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বদলির নির্দেশিকা জারি করা হয় নবান্নের তরফে । পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানিকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দায়িত্ব নিয়েছেন দার্জিলিঙের অতিরিক্ত জেলাশাসক খুরশিদ আলি কাদরি। কী কারণে এই বদল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে? তবে কী মমতার সফরের কারণেই এই বদল?

 আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে পিছনে রাখতে চায় বাম শিবির

অন্যদিকে, শাসক দলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ নিয়ে জনসংযোগে কম কসুর করছে না বিজেপিও। মমতার সফর চলাকালীন জঙ্গলমহলেই থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ মোদি সরকারের জনমুখী প্রকল্পগুলি নিয়ে নীতিযাত্রা করবে বিজেপি৷ পুরুলিয়ার একাধিক প্রান্তে চলবে এই কর্মসূচি। ফলত, দুই প্রতিপক্ষের বাকযুদ্ধে আরও একবার উত্তপ্ত হতে পারে জঙ্গলমহল৷