Suvendu Adhikari: নারী নির্যাতনের ঘটনায় ‘বাংলা মেয়ে’ মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর

নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে শ্যামবাজার মহিলা মোর্চার কর্মসূচিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অবস্থান বিক্ষোভে উপস্থিত রয়েছেন মহিলা মোর্চার সদস্য সহ শুভেন্দু অধিকারী ও বিভিন্ন নেতা নেত্রীরা।

suvendu adhikari

নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে শ্যামবাজার মহিলা মোর্চার কর্মসূচিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অবস্থান বিক্ষোভে উপস্থিত রয়েছেন মহিলা মোর্চার সদস্য সহ শুভেন্দু অধিকারী ও বিভিন্ন নেতা নেত্রীরা।

মহিলা মোর্চা আয়োজিত সভায় পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যব্যাপী নারী নির্যাতন নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ” ১১ তারিখ পঞ্চায়েত ভোটের গণনা হয়েছে। আমি ১৪ তারিখ থেকে লাগাতার হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন নির্যাতিতার এলাকাতে গিয়েছি। আমার প্রথম পরিদর্শন ছিল হাওড়ার জয়পুর। সেখানে আমাদের প্রার্থীর মহিলা পাশাপাশি ছটি ঘর একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তাদের চোখের জল আর আর্তনাদ ভাষায় প্রকাশ করা যাবে না”।

তিনি হাওড়ার পাঁচলা প্রসঙ্গে বলেন, ” এরপর আমি হাওড়ার পাঁচলাতে গিয়েছিলাম। সেখানে বিবস্ত্র করে আমাদের মহিলা প্রার্থীকে রাস্তায় হাঁটানো হয়েছে। আমি প্রত্যেকটা বাড়িতে ঢুকেছি সেই সব ঘরে নুন রাখার বাটি পর্যন্ত রাখেনি ওরা। এই স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের গুন্ডারা”।

ওই সভায় দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ” এই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে এটা ভাবতে আমাদের লজ্জা হয়। আমি সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম সেখানে এক মৎস্যজীবী পরিবার কল্পনা সরদার তার স্বামী এবং ছেলে কেরালায় কাজ করতে গিয়েছেন। কারণ মমতা ব্যানার্জির রাজ্যে ডিয়ার লটারি পাওয়া যায়, ২৮ টাকার পাউচ পাওয়া যায় মদের। কাজ পাওয়া যায় না। কর্মসংস্থান নেই”।

NRC প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “গত দু বছরে মমতা ব্যানার্জি তৃতীয় টার্মে আসার পরে। যে মুসলমানরা লাইন দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে তাদেরকে NRC এর জুজু দেখানো হয়েছে। তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। এই সমস্ত ভুল প্রচার করে আতঙ্কের পরিবেশ তৈরি করে”।