Sundarban Strom: কয়েক মিনিটের বিধ্বংসী ঝড়ে তছনছ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা

কয়েক মিনিটের বিধ্বংসী ঝড়ে (Sundarban Strom) তছনছ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। কয়েকশো বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি। গাছের ডাল ভেঙেও ক্ষতিগ্রস্ত হয়েছে…

Strom

কয়েক মিনিটের বিধ্বংসী ঝড়ে (Sundarban Strom) তছনছ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। কয়েকশো বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি। গাছের ডাল ভেঙেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। বিদ্যুৎহীন বহু এলাকা। ঝড়ে মৃত্যু হয়েছে বেশ কিছু গবাদি পশুর। সুন্দরবনের মথুরাপুর-২ ও কাকদ্বীপ ব্লকের বেশ কয়েকটি গ্রামে ঝড়ের প্রভাব পড়েছে।

ক্ষয়ক্ষতির খবর পেয়ে গ্রামে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। বাড়ির ছাউনি উড়ে যাওয়ায় রাস্তায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। প্রশাসনের তরফে খাবার বিলি করা হচ্ছে। লোকসভা নির্বাচন চলায় দেশজুড়ে জারি রয়েছে নির্বাচনী বিধি। তাই কীভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায়, তা খতিয়ে দেখছেন আধিকারিকেরা।

   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ মথুরাপুর-২ নং ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মহব্বতনগর এলাকায় আচমকা দমকা হাওয়া বইতে শুরু করে। প্রায় সঙ্গে সঙ্গে ঝড় এবং তারপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গোটা এলাকায়। আজ, বৃহস্পতিবার সকালে রায়দিঘির বিধায়ক ডাঃ অলোক জলদাতা এলাকায় গিয়ে সাহায্যের আশ্বাস দেন।

মৎস্যজীবী প্রধান কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতেও ঝড়ে দাপট দেখা গিয়েছে। কয়েক মিনিটের ঝড়ে গোটা এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছে। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। শুধু সুন্দরবনই নয়, বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, ঝড়ের দাপটে বেশ কয়েকটি গাছ ভেঙে রাস্তায় পড়েছে। বিদ্যুতের তারও ছিঁড়ে গিয়েছে ঝড়ের দাপটে। বেশ কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই কারণে ভোগান্তির মুখে পড়তে হয় গ্রামবাসীদের। একইসঙ্গে রাস্তায় গাছ পড়ে যাওয়ার কারণে যানচলাচলেও সমস্যা তৈরি হয়। বেশ কিছু রুটের টোটো ও অটো বন্ধ হয়ে গিয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।