Kunal Ghosh: তারকা প্রচারকের তালিকা থেকেও কুণালকে ‘বিতাড়িত’ করল তৃণমূল

লোকসভা ভোটের মুখে আরও কপাল পুড়ল কুণাল ঘোষের (Kunal Ghosh)। গতকাল বুধবারই তাঁকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। এবার তৃণমূলের তারকা…

লোকসভা ভোটের মুখে আরও কপাল পুড়ল কুণাল ঘোষের (Kunal Ghosh)। গতকাল বুধবারই তাঁকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। এবার তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ গেল কুণালের।

জানা গিয়েছে, পঞ্চম দফার ভোটের তালিকায় আর নাম নেই কুণাল ঘোষের। পঞ্চম দফার ভোটের জন্য ৪০ জন তারকা প্রচারকের একটি তালিকা বের করা হয়। সেই তালিকায় আগে নাম ছিল কুণালের। যদিও এবার সেই তালিকা থেকে নাম কাটা গেল কুণালের।

   

রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল। দল বিরোধী ভিন্ন মতাদর্শ প্রকাশ করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। গতকাল তৃণমূলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, কুণাল ঘোষ এমন মতামত প্রকাশ করছেন, যা দলের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা স্পষ্ট করা দরকার যে এগুলি তাঁর ব্যক্তিগত মতামত এবং এর জন্য দলকে দায়ী করা উচিত নয়।

শুধুমাত্র সদর দপ্তর থেকে জারি করা বিবৃতিগুলিই দলের আনুষ্ঠানিক বিবৃতি হিসাবে বিবেচিত হওয়া উচিত। এর আগে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় কুণাল ঘোষকে। এবার এখন রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে পদ হারিয়ে কুণাল ঘোষ বলেন, ‘কী দোষ করেছি বুঝলাম না। হয়ত দল আমার উপর আস্থা হারাচ্ছে। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তো এই নির্দেশ কেউ দেবে এমনটা হতে পারে না।”