মোহনবাগান সুপার জায়ান্টে অনিশ্চিত হয়ে পড়েছে আর্মান্দো সাদিকুর (Armando Sadiku) ভবিষ্যৎ। নিয়মবিরুদ্ধে আচরণের কারণে একাধিক ম্যাচ সাসপেন্ড করা হয়েছে তাঁকে। সেই সঙ্গে করা হয়েছে জরিমানা। এরপরেই প্রশ্ন উঠছে, সবুজ মেরুন জার্সিতে নিজের শেষ ম্যাচ কি খেলে ফেললেন আর্মান্দো সাদিকু?
সেমিফাইনালের প্রথম লেগে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন আর্মান্দো সাদিকু। সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারেননি, ফাইনালেও খেলতে পারবেন না। গোটা মরসুম জুড়ে সাদিকুকে সেই অর্থে আত্মবিশ্বাসী মনে হয়নি। গোল করে কিছু ম্যাচ জিতিয়েছেন, তবে ধারাবাহিক মনে হয়নি কখনও। ২২ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।
হুয়ান ফেরান্দোর পর লোপেজ হাবাসও সাদিকুর ওপর আস্থা রেখেছিলেন। প্রথম একাদশে জেসন কামিন্স ও সাদিকুকে ব্যবহার করেছেন ঘুরিয়েফিরিয়ে। সমালোচিত হলেও কামিন্স গোল করেছেন। এখন রয়েছেন চলতি ইন্ডিয়ান সুপার লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে। সাদিকু আর নিজের ফর্মে ফিরতে পারেননি।
ময়দানে জল্পনা , নতুন মরসুমে আর্মান্দো সাদিকুকে আর হয়তো রাখবে না মোহনবাগান সুপার জায়ান্ট। জেসনকে রাখা হবে কি না সে ব্যাপারেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তবে ফুটবল মহলের একাংশের অনুমান, সাদিকু যদি না-ও থাকেন, তাহলেও জেসন কামিন্স রেখেই হয়তো দল গোছাবেন সবুজ মেরুন ক্লাবের কর্তারা।