Water crisis :গরমে জলের চাহিদা বেড়েছে, অপচয় রুখতে শহরবাসীকে বিশেষ পরামর্শ পুরসভার

এই গরমে শহরে জলের চাহিদা বেড়েছে হু হু করে। স্বাভাবিক ভাবে এই চাঁদিফাটা রোদে সব কিছুতেই জলের চাহিদা অপরিসীম। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই…

wtaer

এই গরমে শহরে জলের চাহিদা বেড়েছে হু হু করে। স্বাভাবিক ভাবে এই চাঁদিফাটা রোদে সব কিছুতেই জলের চাহিদা অপরিসীম। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই গরমে জলের চাহিদা বেড়েছে তিনগুন। খাওয়ার জলই হোক কিংবা স্নান করার, সবকিছুই এখন জলের উপর নির্ভরশীল।  কলকাতার পারদ প্রায় ৪২ ডিগ্রি। এই গরমে ডিহাইড্রেশন থেকে বাঁচতে মানুষ প্রচুর জল পান করছেন সঙ্গে দিনে একবার স্নানে মন ভরছে না কারুরই। তাই তিন-চারবার করে স্নান করার রেওয়াজ শুরু হতেই সতর্ক হচ্ছে পুরসভা। আগে শহরে দৈনিক মাথাপিছু ১৫০ লিটার জল প্রয়োজন হতো। সেই জলের চাহিদা বেড়েছে তিনগুন।

পুরসভার তরফে অকারণে জলের কল না খুলে রাখার অনুরোধ করা হয়েছে। শুধু তাই নয় তারা জানিয়েছে যে শহরে প্রচুর এমন কল আছে যা খারাপ তার থেকেও প্রচুর পরিমানে জলের অপচয় হচ্ছে। এছাড়াও গরমকালে গাড়ি ধোয়ার জন্য পানীয় জলের ব্যবহার না করতে বলা হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে কলকাতাবাসীর জন্য রোজ প্রায় ৫১৫০ লক্ষ গ্যালন পরিস্রুত জল উৎপাদন করে পুরসভার জল সরবরাহ বিভাগ। যার পুরোটাই গঙ্গা থেকে তোলা হয়। কিন্তু জলস্তর নেমে যাওয়ায় পরিস্রুত জল উৎপাদন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

   

পুরসভা সূত্রে জানা গিয়েছে বেহালা, যাদবপুর, গার্ডেনরিচ, বাঁশদ্রোণীতে জলের চাহিদা খুব বেড়েছে। পুরসভা ওই সমস্ত এলাকায় অতিরিক্ত জলের গাড়ি পাঠাচ্ছে। কলকাতা পুরসভার তরফে আবেদন করা হয়েছে, জলের অপচয় শীঘ্রই বন্ধ না করলে বিপদ আসন্ন। চলতি সপ্তাহে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ভিডিও বার্তায় শহরবাসীকে সাবধান করেছেন। এবার দেখার বিষয় কলকাতাবাসী কতটা সাবধান হতে পারে!