লেকটাউনে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি গাড়িতে ধাক্কা BSF-এর গাড়ির

লেকটাউনে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২টি গাড়িতে ধাক্কা মারে বিএসএফের (BSF) গাড়ি। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। রবিবার বিমানবন্দর থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় ভি আই পি রোডে দুর্ঘটনা ঘটে।

A BSF vehicle lost control and hit two vehicles in a row at Laketown

লেকটাউনে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২টি গাড়িতে ধাক্কা মারে বিএসএফের (BSF) গাড়ি। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। রবিবার বিমানবন্দর থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় ভি আই পি রোডে দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, বিএসএফের গাড়ির ধাক্কায় একটি হলুদ ট্যাক্সি দুমড়ে মুচড়ে গিয়েছে। বিএসএফের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে, তারপর ট্যাক্সিটিতে ধাক্কা মারে। আর ট্যাক্সিটি ধাক্কা মারে একটি বাসে। এই দুর্ঘটনায় ৮জন আহত হয়েছেন। এঁদের মধ্যে ৩জন ট্যাক্সির আরোহী, বাকি ৫জন বিএসএফের জওয়ান।প্রত্যেক আহতকেই চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগ, বিএসএফের গাড়িটি তীব্র গতিতেই আসছিল। ফলে নিয়ন্ত্রণ না রাখতে পেরে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারন খতিয়ে দেখছে পুলিশ।