CBI:সন্দেশখালি যেন মিনি অস্ত্রভান্ডার, উদ্ধার হওয়া তথ্যের বিবৃতি দিল সিবিআই

দ্বিতীয় দফা ভোটের নজর ঘুরে গেলো অন্যদিকে। আবার খবরের শিরোনামে সন্দেশখালি। আবার সন্দেশখালির বেতাজ বাদশার নাম লোকের মুখে মুখে। কিন্তু কেন? দিব্যি তো চলছিল লোকসভা…

দ্বিতীয় দফা ভোটের নজর ঘুরে গেলো অন্যদিকে। আবার খবরের শিরোনামে সন্দেশখালি। আবার সন্দেশখালির বেতাজ বাদশার নাম লোকের মুখে মুখে। কিন্তু কেন? দিব্যি তো চলছিল লোকসভা ভোটের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। মোটের ওপর শান্তিপূর্ণই ছিল। কিন্তু শুক্রবার সন্দেশখালিতে সিবিআই-এর একটি দল তদন্ত করতে গিয়েছিল। আর সেই তদন্ত করতে গিয়েই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের আত্মীয়র বাড়িতে মিলেছে অস্ত্রের খোঁজ। অস্ত্র বলা ভুল, এ যেন অস্ত্র ভান্ডার।

সিবিআই তাদের সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করে উদ্ধার হওয়া তথ্যের বিবৃতি দিয়েছে। তাদের তরফে বলা হয়েছে ৭টি স্মল আর্মস উদ্ধার হয়েছে।৭টির মধ্যে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বাকি দেশি পিস্তল। ২২৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে দেশি বোমা। একইসঙ্গে বেশ কয়েকটি পরিচয়পত্র, সোনার গয়নার ব্যাগ এবং বিল উদ্ধার হয়েছে। যদিও সিবিআই এই অস্ত্র উদ্ধার করতে ডাক পাঠায় এনএসজিকে। কিন্তু হঠাৎ এনএসজি কেন ? কারণ এনএসজি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বোম্ব স্কোয়াডকে ডেকে পাঠানো হয়।

এখানেই শেষ নয় নামানো হয় রোবট, ডিটেকশন ডগ। নিয়ে যাওয়া বালিবোঝাই বস্তা। অত্যাধুনিক এই রোবটিক্স ডিভাইস সরবেড়িয়ার গ্রামের পথ ধরে পৌঁছয় ঘটনাস্থলে।  এই ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেউ কেউ শাহাজানকে সন্ত্রাসবাদী বলেও উল্লেখ করেছেন। আবার একাংশের প্রশ্ন পুলিশের ব্যবহৃত অস্ত্র কী করে শাহাজানের হাতে পৌঁছাল!