Kerala Blasters: ইভানকে বিদায় জানাল কেরালা ব্লাস্টার্স

গতবারের বিতর্কিত বিদায়ের পর এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স থেকেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters ) ফুটবল দলের। এই সিজনে একাধিক দাপুটে ফুটবলার দল…

Serbian Coach Ivan Vukomanovic

গতবারের বিতর্কিত বিদায়ের পর এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স থেকেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters ) ফুটবল দলের। এই সিজনে একাধিক দাপুটে ফুটবলার দল ছাড়লেও ভারতীয় ফুটবলারদের সক্রিয়তায় শুরু থেকেই যথেষ্ট এগিয়ে থেকেছে এই ফুটবল ক্লাব।

আরও পড়ুন: Mohun Bagan SG: শুক্রবার থেকেই পুরোদমে অনুশীলন সবুজ-মেরুনের

   

সেজন্য, অনায়াসেই এবছর টুর্নামেন্টের প্লে-অফে নিশ্চিত করে ফেলেছিল দক্ষিণের এই ফুটবল দল। কিন্তু পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি তাদের পক্ষে। শক্তিশালী ওডিশা এফসির কাছে হেরে আইএসএল। থেকে ছিটকে যেতে হয় তাদের। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সমর্থকদের কাছে।

তবে নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব। সেজন্য, এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে কেরালা ম্যানেজমেন্ট। তবে এসবের মাঝেই উঠে আসল নয়া তথ্য। কেরালা দলের সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল দক্ষিণের এই ফুটবল ক্লাব। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

আরও পড়ুন: Mohun Bagan: বড় আপডেট! আরও শক্তিশালী দল গঠন করতে পারে মোহনবাগান

ঘন্টাকয়েক আগে সেই কথাই জানানো হয় তাদের অফিশিয়াল পেজ থেকে। উল্লেখ্য, গত বেশকিছু মরশুম ধরেই এই দাপুটে ফুটবল ক্লাবের দায়িত্ব সামলে আসছেন ইভান। তার তত্ত্বাবধানে গত বেশ বছর ধরেই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থেকেছে দল।

কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি কখনো‌। বেশ কয়েক বছর ধরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেললেও ফাইনালিস্ট হয়েই মাঠে ছাড়তে হয়েছে তাদের। সেই সমস্ত কিছু ভুলে নতুন করে এবার ঘুরে দাঁড়াতে চায় এই দল।