CPIM: পেসমেকার নিয়ে স্থিতিশীল বিকাশ ভট্টাচার্য, চাকরিপ্রার্থীদের স্বস্তি

সিপিআইএম (cpim) সাংসদ ও দেশের অন্যতম চর্চিত আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য স্থিতিশীল। তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। তিনি চিকিৎসকদের নজরে আছেন। সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের অসুস্থতার সংবাদে…

Bikash Ranjan Bhattacharya

সিপিআইএম (cpim) সাংসদ ও দেশের অন্যতম চর্চিত আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য স্থিতিশীল। তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। তিনি চিকিৎসকদের নজরে আছেন। সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের অসুস্থতার সংবাদে চাকরিপ্রার্থীরা চিন্তিত ছিলেন। কারণ, তাঁর নেতৃত্বেই আরও বাম মনোভাবাপন্ন আইনজীবীরা লাগাতার নিয়োগ দুর্নীতির মামলায় আইনি লড়াই করছেন। বিকাশবাবুর সুস্থ আছেন জেনে চাকরিপ্রার্থীরা স্বস্তিতে।

তৃণমূল সরকারের আমলে শিক্ষা দফতরের ব্যাপক দুর্নীতির তদন্ত চলছে। এছাড়াও অন্যান্য দুর্নীতির ইস্যুতে কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সর্বদা সরকারের চক্ষুশূল। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যসভার সিপিআইএম সাংসদকে। তার বুকে পেসমেকার বসানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর এখন স্থিতিশীল বিকাশবাবু। তবে নজরদারির জন্য আরও কয়েকদিন হাসপাতালে রাখা হবে তাকে।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অস্বস্তি বোধ করেন বিকাশ ভট্টাচার্য। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা করে পেসমেকার বসানোর পরামর্শ দেন। রাতেই বুকে বসানো হয় পেসমেকার। সত্তর -এর কোঠায় বয়স বিকাশ ভট্টাচার্যর।

শুধু সাংসদই নন, হাইকোর্টের আইনজীবীও। নিয়মিত তিনি কোর্টে যান। নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলায় আইনজীবী তিনি। তবে চিকিৎসকরা বলছেন, পেসমেকার বসানো এখন খুব ভয়ের কিছু না । কিছু বিষয়ে খেয়াল রেখে দিব্যি স্বাভাবিক জীবনযাপন করা যায়।

বিকাশবাবুর দ্রুত সুস্থতা কামনা করে এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, “রাজ্যসভার সাংসদ ও কলকাতা হাইকোর্ট-সুপ্রিম কোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বুকে পেসমেকার বসানো হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। খুব তাড়াতাড়ি তাঁকে কোর্টরুমে দেখার অপেক্ষায় রইলাম।”