Summer Special Train: উত্তরবঙ্গ যাওয়ার টিকিট পাচ্ছেন না? স্পেশাল ট্রেন ঘোষণা করল রেল

চৈত্রের গরমে (Summer Special Train) নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। একটু শান্তির খোঁজে অনেকেই পাহাড়ে যেতে চাইছেন। দার্জিলিং, মিরিকে যেতে মন চাইলেও বিধি বাম। মিলছে না ট্রেনের…

চৈত্রের গরমে (Summer Special Train) নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। একটু শান্তির খোঁজে অনেকেই পাহাড়ে যেতে চাইছেন। দার্জিলিং, মিরিকে যেতে মন চাইলেও বিধি বাম। মিলছে না ট্রেনের টিকিট। বাসের ভাড়াও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন (Summer Special Train) ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে এই ট্রেন চালানো হবে। ১৭ এপ্রিল থেকে চালু হচ্ছে হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৭ এপ্রিল থেকে শুরু করে ২৬ জুন পর্যন্ত প্রতি বুধবার ০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন চালানো হবে। সেই ট্রেনটি প্রতি বৃহস্পতিবার এনজেপি থেকে হাওড়া ফিরবে। অর্থাৎ, ১৮ এপ্রিল থেকে শুরু করে ২৭ জুন পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেন চালানো হবে। আপ এবং ডাউনে ১১টি করে মোট ২২টি ট্রিপ চালানো হবে। প্রতিটি ট্রেনে ২২টি কামরা থাকবে।

হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে ট্রেন দুটি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসই, কিসানগঞ্জ এবং আলুয়াবাড়ি রোডে দাঁড়াবে। ০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল হাওড়া থেকে রাত ১১.৫৫ মিনিটে ছেড়ে পরদিন সকাল ১০.৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফিরতি পথে ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল দুপুর ১২.৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি ছেড়ে পরের দিন রাত ১২.১০ এ হাওড়া পৌঁছবে।

লোকসভা ভোটের কথা মাথায় রেখে এই ট্রেনের জন্য বিশেষ নির্দেশও দিয়েছে পূর্ব রেল। গোটা দেশে এখন নির্বাচনী বিধি কার্যকর রয়েছে। সেই কারণে রেলের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই ট্রেন উদ্বোধনের জন্য কোনও অনুষ্ঠান করা যাবে না। কোনও রাজনৈতিক নেতা, মন্ত্রী নাম সহ ছবি এই ট্রেন সংক্রান্ত কোনও বিষয়ে ব্যবহার করা যাবে না। ট্রেনের টিকিটে কোনও ছাড়ও দেওয়া হবে না।

প্রসঙ্গত, এবার সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।