East Bengal: সাউলের সঙ্গে একাধিক বর্ষের চুক্তি সম্পন্ন করতে পারে ইস্টবেঙ্গল

নতুন মরসুম শুরু হওয়ার আগেই বড় খবর পেতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। চলতি মরসুমে দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিতে পারে…

Footballer Saúl Crespo

নতুন মরসুম শুরু হওয়ার আগেই বড় খবর পেতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। চলতি মরসুমে দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিতে পারে ক্লাব। একাধিক বর্ষের জন্য বাড়িয়ে নেওয়া হতে পারে চুক্তির মেয়াদ।

এবারের মরসুমে লাল হলুদ ব্রিগেডের অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছিলেন সাউল ক্রেসপো। মরসুমের শুরু থেকে নিজের জাত চেনাতে শুরু করেছিলেন তিনি। ক্রমে ইস্টবেঙ্গল সমর্থক ও কোচের ভরসার পাত্র হয়ে উঠেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার।

ইস্টবেঙ্গল এফসির মিডফিল্ডে ক্রেসপো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গোটা মরসুম জুড়ে। গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে লাল হলুদ বাহিনীতে যোগ দেওয়া স্প্যানিশ মিডফিল্ডার প্রধান কোচ কার্লস কুয়াদ্রতের অধীনে নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন। পাসিং নির্ভুলতা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছে বারেবারে। ইস্টবেঙ্গল এফসির বিল্ডআপ খেলায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি।

আক্রমণ গড়ার ক্ষেত্রে রক্ষণ ও মাঝমাঠে তাঁর ভূমিকা অনস্বীকার্য। বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের অর্ধ থেকে আক্রমণের পরিকল্পনা রূপায়িত করার প্রয়াস লক্ষ্য করা গিয়েছে সাউলের খেলায়। আক্রমণভাগের না হয়েও যারা আক্রমণ গড়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিচ্ছেন তাঁদের মধ্যে ইস্টবেঙ্গলের সাউল ক্রেসপো অন্যতম এক ফুটবলার। মরসুমের মাঝামাঝি সময়ে চোটের কারণে কিছু ম্যাচ খেলতে পারেননি। ফিরে এসে পুরনো ফর্মেই তাঁকে পাওয়া গিয়েছিল।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, সাউল ক্রেসপোর সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করতে পারে ইস্টবেঙ্গল। সব ঠিক থাকলে আগামী দুই বছরের জন্য কলকাতার এই ক্লাবের হয়েই খেলতে দেখা যেতে পারে তাঁকে। যদিও এখনই কিছুই নিশ্চিত করে বলার সময় আসেনি।