Sukanta Majumdar: পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত চলছে: সুকান্ত

মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষার সঙ্গে যারা যুক্ত প্রত্যেক সংস্থাকে আক্রমণ করছেন। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত চলছে। সোমবার উলুবেড়িয়ার এক সভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করো আক্রমণ এমনই বললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

Sukanta Mazumder, BJP President of West Bengal

মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষার সঙ্গে যারা যুক্ত প্রত্যেক সংস্থাকে আক্রমণ করছেন। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত চলছে। সোমবার উলুবেড়িয়ার এক সভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করো আক্রমণ এমনই বললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিসন্ধি পূরণ হতে দেবে না।

বিজেপি রাজ্য সভাপতি বলেন উস্কানি দিয়ে দুটি ধর্মীয় সম্প্রদায়কে লড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। যেদিন ভারতীয় জনতা পার্টি পাল্টা মার দিতে শুরু করবে সেদিন বিপদে পড়বেন।তিনি বলেন,কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে সবাইকে ঠিক লাইনে এনে দিয়েছি। যারা লাইনচ্যুত হয়েছেন, বগি লাইনে নিয়ে আসুন। তা না হলে কাটা পড়ে যাবেন। তখন আমাদের দোষ দিতে পারবেন না।

   

কয়েক মাস আগেই রণক্ষেত্র হয়ে উঠেছিল হাওড়া গ্রামীণের একাধিক এলাকা। হামলা চলে বিজেপির পার্টি অফিসে। সেই ঘটনার প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমাদ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনাদের বাড়িটাও ভাঙবে। সেদিন পুলিশ যেভাবে তাকিয়ে ছিল, একইভাবে চেয়ে থাকবে। পুলিশ অর্ধেক সোজা হয়ে গেছে। আর দুই মাস যেতে দিন একদম পুরো সোজা করে দেব।