গুলিতে রক্তাক্ত চোপড়া, সুজন বললেন, পা চাটা পুলিশ

পঞ্চায়েত ভোটের শেষ মনোনয়নের দিন চলল গুলি। সিপিএম-কংগ্রেস জোটের একাধিক গুলিবিদ্ধ। রক্তাক্ত উত্তর দিনাজপুরের চোপড়া। নিহত এক জন। আরও কয়েকজন গুলিবিদ্ধ গুরুতর জখম। তারা চিকিত্‍সাধীন…

Sujan Bhattacharya

পঞ্চায়েত ভোটের শেষ মনোনয়নের দিন চলল গুলি। সিপিএম-কংগ্রেস জোটের একাধিক গুলিবিদ্ধ। রক্তাক্ত উত্তর দিনাজপুরের চোপড়া। নিহত এক জন। আরও কয়েকজন গুলিবিদ্ধ গুরুতর জখম। তারা চিকিত্‍সাধীন ইসলামপুর মহকুমা হাসপাতালে।

চোপড়ার পরিস্থিতি নিয়ে চোপড়ায় হামলা ও গুলি চালানোর প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “সারা রাজ্যেই এই চেহারা। পুলিশের ভূূমিকা হল শাসকদলের পা চাটা। চোপড়াতে গুলিবিদ্ধ হয়েছেন বিরোধী জোটের দুজন। ভাঙড়ে মারধর করেছে। বিডিও দলের ভিতরে তৃণমূলের লোকজন বসে রয়েছে। বিভিন্ন জায়গায় গ্রামে আটকে দেওয়া হচ্ছে সিপিএম প্রার্থীদের।”