‘আমরা দলের ভালো চাই’, বৈঠকের আগে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

পুরভোটের আবহে কালীঘাটে হাইভোল্টেজ বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য কালীঘাটে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, দলের শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে আইপ্যাকের সঙ্গে সম্পর্ক নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন দলীয় নেত্রী। সেইসঙ্গে দলের সাংগঠনিক রদবদল নিয়েও কিছু ঘোষণা করতে পারেন মমতা। এদিকে এই বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা দলের ভালো চাই।’

   

সম্প্রতি ‘এক ব্যক্তি এক পদ’ চালুর দাবিতে অভিষেকের ভাই বোন, ঘনিষ্ঠদের পোস্ট সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়। এসব বিতর্কের মাঝেই বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো। এদিনের বৈঠকে কী কী হতে চলেছে সেদিকে সকলের নজর রয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন