IPL Auction : ভাগ্য বদলানো না ‘রাজনীতির শিকার’ ঋদ্ধিমানের

‘আনসোল্ড’। আইপিএল নিলামে (IPL Auction) দল পেলেন না ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বিড ওঠার পর কোনো দলের পক্ষ থেকেই আগ্রহ দেখানো হল না বাংলার এই…

IPL Auction Wriddhiman Saha

‘আনসোল্ড’। আইপিএল নিলামে (IPL Auction) দল পেলেন না ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বিড ওঠার পর কোনো দলের পক্ষ থেকেই আগ্রহ দেখানো হল না বাংলার এই উইকেটকিপার-ব্যাটম্যানের জন্য। 

খারাপ সময় এখনও কাটেনি ঋদ্ধিমান সাহার। নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত থেকে গেলেন তিনি। আইপিএল খেলার অভজ্ঞতা যথেস্ট থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি তাঁর প্রতি। 

জাতীয় দলে সুযোগ পেয়েও তিনি বঞ্চিত হিয়েছেন। কেউ বলেন প্রাপ্ত সুযোগকে কাজে লাগাতে পারেননি তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করেন ঋদ্ধির ব্যাটিং দুর্বল। কুড়ি-বিশের ক্রিকেটার ব্যাটসম্যানদের রমরমা। সেখানে নাকি অচল ঋদ্ধির মতো প্লেয়ার ! তিনি যে কখনও ঝোড়ো ইনিংস খেলেননি তা নয়। যাইহোক, ঋদ্ধিমান সাহা আনসোল্ড।  

কিছু দিন আগের গুজব, ২২ গজকে বিদায় জানাতে চলেছেন ঋদ্ধিমান সাহা। রঞ্জি ট্রফিতেও তিনি খেলবেন না। যদিও বঙ্গ তনয় নিয়ে উড়িয়েছেন এই জল্পনা। আগের মতো এখনও নিজের কাজেই মন দিতে চাইছেন না। সমালোচকরা যা-ই বলুক না কেন। প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি চাঞ্চল্যকর এক মন্তব্য করেছেন- ঋদ্ধি রাজনীতির শিকার। তাই জাতীয় দল থেকে তিনি বঞ্চিত।