UEFA Champions League: ফিনিক্স পাখির মতো ফেলিক্সের উত্থান, বার্সেলোনার ৫ গোল

উয়েফা চ্যাম্পিয়নস লীগের (UEFA Champions League) শুরুটা রাজকীয়ভাবে করল বার্সেলোনা। অভিযানের প্রথম ম্যাচেই ৫ গোল। ধরাশায়ী বেলজিয়ামের সেরা দল। জোড়া গোল করলেন জোয়াও ফেলিক্স। অ্যাথলেটিকো…

Barcelona Makes Stylish UEFA Champions League

উয়েফা চ্যাম্পিয়নস লীগের (UEFA Champions League) শুরুটা রাজকীয়ভাবে করল বার্সেলোনা। অভিযানের প্রথম ম্যাচেই ৫ গোল। ধরাশায়ী বেলজিয়ামের সেরা দল। জোড়া গোল করলেন জোয়াও ফেলিক্স।

অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলে লাইম লাইটে এসেছিলেন জোয়াও ফেলিক্স। তারও আগে ফুল ফুটিয়েছেন বেনফিকার জার্সিতে। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে প্রায় শ’খানেক ম্যাচ খেলা হয়ে গিয়েছে তার। এখন লোনে রয়েছেন বার্সেলোনায়। গত মরসুমে লোনে যোগ দিয়েছিলেন চেলসিতে। ব্লুজদের হয়ে পর্তুগিজ তারকার সময়টা ভালো যায়নি। আসলে মালিকানা বদলের পর থেকে চেলসির ফর্ম পড়তির দিকে। দলে নামীদামী প্রচুর খেলোয়াড়। নেই শুধু প্রত্যাশা মতো ফলাফল। দলের খারাপ ফর্মের প্রভাব পড়েছিল ফেলিক্স এর পারফরম্যান্সের ওপর। বার্সেলোনা তাকে দলে নিয়ে কতটা কাজের কাজ করল সে ব্যাপারে উঠেছিল প্রশ্ন।

আপাতত নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন জোয়াও ফেলিক্স। কাতালান ক্লাবের সঙ্গে খুব তাড়াতাড়ি মানিয়ে নিয়েছেন তিনি। তাই গোল করার বুট জোড়া খুঁজে পেতে অসুবিধা হয়নি তার। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে বেলজিয়ামের সেরা দল Antwerp এর বিরুদ্ধে ৫-০ গোল জিতেছে বার্সেলোনা। দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন ফেলিক্স। রবার্ট লেওয়ান্দস্কি এবং গাবি করেছেন একটি গোল। একটি গোল আত্মঘাতী।