তাপস রায়ের দলত্যাগ, কুণাল ঘোষকে (Kunal Ghosh) শোকজ নোটিশ। এরই মাঝে হঠাৎ উলোটপুরাণ। যার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে মিলল শোকজ নোটিশ, তার বাড়িতেই কিনা চা খেতে যাবেন ‘বিদ্রোহী ‘ কুণাল ঘোষ। বিদ্ধজনেদের কথায়, এসব রাজনীতিতে সম্ভব।
কুণাল ঘোষ জানিয়েছেন, উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন। চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। কুণাল জানান, “সন্ধে ৭টার সময় সুদীপ দার বাড়িতে চা খেতে যাব।”হঠাৎ কি এমন হলো? যে সরাসরি বাড়িতে গিয়ে হাজির হবেন তিনি। তার উত্তরে কুণাল জানান, ” সুদীপ দা দীর্ঘদিনের নেতা, তিনি ডেকেছেন যখন সৌজন্যের জন্য যাব।”
তবে যার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, যাকে গ্রেফতার করতে চেয়ে নিজের X- হ্যান্ডেলে পোস্ট। শুধু তাই নয়, সেই পোস্টে ইডির ডিরেক্টর ও CBI কে ট্যাগ করে পোস্ট করেন কুণাল। আজ আবার একটা ফোনেই চা খেতে ছুটছেন সুদীপের বাড়িতে। বিষয়টা গোলমেলে হলেও নজর থাকবে চায়ের আড্ডার পর দুজনে কি বলেন সেদিকেই।